২১ ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার জন্য লড়াই করেছিলেন লক্ষ লক্ষ মানুষ। সেই লড়াই স্বীকৃতি পায় ৬৯ বছর আগে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাসকে মনে রেখে এই দিনটা স্মরণ করেন বাঙালিরা। ভাষা শহিদদের প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন অভিনেত্রী (Actress) জয়া আহসান (Jaya Ahsan)।
শুধু ভাষা আন্দোলন নয়। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেছেন জয়া। তিনি লিখেছেন, ‘আমাদের ভাষার দাবির ভিতরে সুপ্ত ছিল ভবিষ্যতের রাষ্ট্রের দাবি। পাকিস্তানি শাসকেরা সেটা ঠিকই বুঝেছিল। তাই দু’বার তারা ভেঙে দিয়েছিল আমাদের প্রাণের শহিদ মিনার। একবার ৫২-য়, আর একবার ৭১-এ। ভেঙে দিয়েছিল, কিন্তু মোটেই নিশ্চিহ্ন করতে পারেনি। বাঙালির ভাষা শহিদ দিবস আজ বিশ্বজনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।’
নিজের ভাষার প্রতি বরাবরই শ্রদ্ধাশীল জয়া। দেশের বাইরে যখনই কোনও কাজ বা অনুষ্ঠানে যান, তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, এটা তাঁর কাছে গর্বের। তাঁর কথায়, ‘মায়ের ভাষার প্রতি ভালবাসা কার না বুকে আছে! এই শহিদ মিনারের সঙ্গে মায়ের ভাষার প্রতি আমাদের ভালবাসা জেগে থাকুক পৃথিবীর কোণে কোণে।’
আরও পড়ুন, নকল মানুষদের আমি পছন্দ করি না: দেবলীনা কুমার