দুই ‘সাথী’র আবার দেখা, জিৎ-প্রিয়াঙ্কার উনিশ বছরের বন্ধুত্ব আজও অটুট

পেরিয়েছে কত শীত, বসন্ত। জিৎ এবং প্রিয়াঙ্কার সেই কেমিস্ট্রি আর কোনও ছবিতে সেভাবে ক্লিক করেনি।

দুই 'সাথী'র আবার দেখা, জিৎ-প্রিয়াঙ্কার উনিশ বছরের বন্ধুত্ব আজও অটুট
জিৎ-প্রিয়াঙ্কা।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2021 | 11:58 PM

সুপার হিট হয়েছিল তাঁদের একসঙ্গে প্রথম ছবি ‘সাথী’। ছবির গান ‘ও বন্ধু তুমি শুনতে কি পাও’ বহু বছর বাদে বাংলা ছবিতে আলোড়ন সৃষ্টি করেছিল’। তার পর পেরিয়েছে কত শীত, বসন্ত। জিৎ এবং প্রিয়াঙ্কার সেই কেমিস্ট্রি আর কোনও ছবিতে সেভাবে ক্লিক করেনি। জিৎ জুটি বেঁধেছেন কখনও কোয়েল কখনও অন্য কোনও নায়িকার সঙ্গে আর প্রিয়াঙ্কাও তামিল ও কন্নড় ছবিতে মনোনিয়োগ করেছিলেন বেশি। কিন্তু বন্ধুত্বে ভাঁটা পড়েনি আজও। ছবি পোস্ট করে সেই কথাই জানালেন জিৎ। তাঁর হ্যাঁ তে হ্যাঁ মেলালেন প্রিয়াঙ্কাও।

এ দিন প্রিয়াঙ্কার সঙ্গে ইনস্টাগ্রামে মিষ্টি ছবি পোস্ট করে তিনি লেখেন, “সারা বিশ্ব বদলে যাবে কিন্তু এই সাথী বদলাবে না কিছুতেই”। উত্তর দিয়েছে প্রিয়াঙ্কাও। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, “দেখা হয়ে খুব ভাল লাগছে। অনেক ভালবাসা তোমাকে।” নিজের অ্যাকাউন্ট থেকেও তাঁর এবং জিতের একই ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কাও। তিনি লিখেছেন, “সবসময় এবং সারাজীবন। আমার প্রিয়। আমার সাথী”।

বহু বছর বাদে জিৎ-প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখে আপ্লুত ভক্তরাও। তাঁদের আবার এক সঙ্গে বড় পর্দায় দেখতে চাওয়ার দাবিও জানিয়েছেন কেউ কেউ। ২০০৩ সালে কন্নড় ছবির অভিনেতা-পরিচালক-প্রযোজক উপেন্দ্র রাও-কে বিয়ে করেন প্রিয়াঙ্কা। উপেন্দ্র-প্রিয়ঙ্কার দুই সন্তান। ছেলে আয়ুষ এবং মেয়ে ঐশ্বর্যা।