Big News: বড়দিনে বড় চমক, ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছে এবার জিতের মেয়ে নবন্যা

Navanya: মেয়ের এই প্রতিভা সকলের সামনে আনতে পেরে গর্বিত বাবা জিৎ। সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সুখবর। সাধারণত পরিবার নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না তিনি। ব্যক্তি জীবনকে লাইম লাইটের আড়ালেই রাখেন জিৎ।

Big News: বড়দিনে বড় চমক, ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছে এবার জিতের মেয়ে নবন্যা
Follow Us:
| Updated on: Dec 22, 2024 | 11:13 AM

সদ্য ১২ বছরে পা দিয়েছে সুপারস্টার জিৎ কন্যা নবন্যা। ১২ ডিসেম্বর ১২ বছরে পা দিয়েছে সে। আর এরই মাঝে কেরিয়ার নিয়ে বড় পদক্ষেপ করেন জিতের রাজকুমারী। বাবা সুপারস্টার। ছবির জগতে দাপটের সঙ্গে যিনি রাজত্ব করছেন, তার কন্যা মোটেও স্টারকিড তকমা নিয়ে অভিনয়ে আসার অপেক্ষা করল না। বরং শৈশব থেকেই নিজের এক নেশাকে পেশা করার স্বপ্ন দেখেছে সে। মাত্র ১২ বছর বয়সেই বাঁধছে গান। লিখছে, সুর দিচ্ছে, সঙ্গে গলাও। দোসর তুতো বোন কৃষা। মেয়ের এই প্রতিভা সকলের সামনে আনতে পেরে গর্বিত বাবা জিৎ। সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সুখবর। সাধারণত পরিবার নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না তিনি। ব্যক্তি জীবনকে লাইম লাইটের আড়ালেই রাখেন জিৎ। তবে মেয়ের এই পদক্ষেপ সকলের সঙ্গে ভাগ না করে থাকতে পারলেন না তিনি। আর তাই বড়দিনের আগেই দিলেন বড় খবর। লিখলেন, “এই ক্রিসমাস সন্ধ্যার জন্য তৈরি থাকুন। একটি সুন্দর গান তৈরি করেছে মাত্র ১২ বছরের দুই মেয়ে নবন্যা ও কৃষা। খুব তাড়াতাড়ি চমক আসতে চলেছে।”

খবর সামনে আসতেই শুভেচ্ছা বার্তায় ভরে উঠছে সোশ্যাল মিডিয়ার পাতা। এক নয়, এমন একাধিক গান লিখে ফেলেছে তাঁরা এই বয়সেই। TV9 বাংলাকে জিৎ বললেন, “ওর এই প্রতিভাকে সকলের সামনে আনতে পেরে আমার গোটা পরিবার আনন্দিত ও গর্বিত। এই দুই শিশুরই গানের প্রতি গভীর ভালবাসা। ওরা অনেক গানই তৈরি করেছে। যেহেতু এটা উৎসবের মরশুম, তাই আমরা স্থির করেছি ওদের গান দিস ক্রিসমাস ইভ প্রকাশ্যে আনব। যাতে ক্রিসমাসের দারুন ফ্লেভার রয়েছে। এটা দিয়ে ওদের যাত্রা শুরুটাই আমাদের ঠিক বলে মনে হয়েছে।”

অপরদিকে নবন্যা ও কৃষার কথায়, “আমাদের দুজনেরই মিউজিক, নাচের প্রতি ভালবাসা রয়েছে। ক্রিসমাস আসছে, সেটায় আমরা খুব অনুপ্রাণিত হয়েছিলাম, এবং এই উৎসবকে নিয়ে গান লেখা শুরু করেছিলাম। পপ গায়ক টেলর সুইফ্ট ও অলিভিয়া রড্রিগোর দ্বারা আমরা অনুপ্রাণিত। আমার পরিবারের সাপোর্টে এবার আমরা আমাদের প্রথম ট্র্যাক আনতে চলেছি।” খবর সামনে আসার পর থেকেই সকলেই এখন মুখিয়ে রয়েছেন জিতের মেয়ের এই নতুন সফরের সাক্ষী থাকতে। এখন দেখার অনুরাগীদের মনে কতটা জায়গা করে নিতে পারে ছোট্ট নবন্যা ও কৃষা।