মুম্বইয়ে নতুন থাকার জায়গা সুপারস্টার জিতের!

কেরিয়ার শুরুর সময়ে স্বপ্ননগরীতে গিয়ে স্ট্রাগল করতে শুরু করেন নায়ক। স্বপ্ন ছিল ছবির প্রধান মুখ হওয়ার। তবে বাংলায় ফিরে 'সাথী' ছবি করেই সাফল্যের সিঁড়ির প্রথম ধাপে উঠেছিলেন তারকা। তারপর একের পর এক ব্লকবাস্টার ছবি করেছেন। এর মধ্যে দীর্ঘদিনের বন্ধু নীরজ পাণ্ডের সঙ্গে ওয়েব সিরিজটা করে নায়ক এই মুহূর্তে বলিউডে চর্চার কেন্দ্রে।

মুম্বইয়ে নতুন থাকার জায়গা সুপারস্টার জিতের!

| Edited By: Bhaswati Ghosh

Apr 24, 2025 | 2:21 PM

‘খাকি:দ্য বেঙ্গল চ্যাপ্টার’ যে সুপারস্টার জিতের জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা করল, তা নিয়ে সংশয় নেই। নজরকাড়া খবর হলো, এবার আন্ধেরি ওয়েস্টে জিতের থাকার নতুন ঠিকানা হয়েছে। নায়ক যখন মুম্বইতে যাবেন, তখন সেখানে থাকবেন। যদিও নায়কের তরফে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। সম্প্রতি টলিউডের নামী প্রযোজকদের সঙ্গে সেখানে আড্ডা জমিয়েছিলেন জিত্‍। লক্ষণীয়, কেরিয়ার শুরুর সময়ে স্বপ্ননগরীতে গিয়ে স্ট্রাগল করতে শুরু করেন নায়ক। স্বপ্ন ছিল ছবির প্রধান মুখ হওয়ার। তবে বাংলায় ফিরে ‘সাথী’ ছবি করেই সাফল্যের সিঁড়ির প্রথম ধাপে উঠেছিলেন তারকা। তারপর একের পর এক ব্লকবাস্টার ছবি করেছেন। এর মধ্যে দীর্ঘদিনের বন্ধু নীরজ পাণ্ডের সঙ্গে ওয়েব সিরিজটা করে নায়ক এই মুহূর্তে বলিউডে চর্চার কেন্দ্রে। তাঁর সঙ্গে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে ওয়েব সিরিজে। প্রসেনজিত্‍ বেশ কিছু বছর ধরেই অনেক সময়েই মুম্বই শহরে থাকেন। এবার তিনি হিন্দি ধারাবাহিকের প্রযোজনার দায়িত্ব নিয়েছেন। তাই শুধু ছবির কাজ ছাড়াও বিভিন্ন কাজের সূত্র ধরে সুপারস্টার থাকেন মুম্বইয়ে। জিত্‍ অবশ্য সাম্প্রতিক সময়ে মুম্বই শহরে বেশি থাকছেন। যার পুরোটাই তাঁর নতুন ওয়েব সিরিজ ঘিরে তৈরি হওয়া একটা পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

নায়কের মুম্বইয়ে বেশি সময় কাটানোর খবরে অনুরাগীরা বেজায় খুশি। জিত্‍ এরপর নতুন কোনও বলিউডের প্রোজেক্ট করবেন কিনা, সেটাই প্রশ্ন। তবে তাঁর কাছে যে একাধিক প্রস্তাব আসতে পারে, সেটা আঁচ করা যায়। নায়ক কবে নতুন বাংলা ছবির শুটিং শুরু করবেন, তার জন্য অপেক্ষা রয়েছে । রায়হান রাফি পরিচালিত ‘লায়ন’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবির শুটিং এই বছর শুরু হবে। কবে মুক্তি পাবে ছবিটা, তা ঠিক হয়নি এখনও।