‘গান বাকি রয়ে গেল…’, জুবিনের জন্মদিনে অসমে জিৎ গঙ্গোপাধ্যায়

জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বহু বছরের বন্ধুত্ব জুবিন গর্গের। দুই বন্ধুর জুটি বেঁধে অসংখ্য গান উপহার দিয়েছেন। যা কিনা আজও বাংলা সিনেমার সুপারহিট গানের তালিকায় প্রথম দিকেই জায়গা করে নেয়। সেই প্রিয় বন্ধুকে হারিয়ে আজও তাঁর শূন্যতায় কেঁদে ওঠেন জিৎ। আর তাই তো প্রয়াত বন্ধুর জন্মদিনে গুয়াহাটিতে ছুটলেন জিৎ। জুবিনের স্ত্রী গরিমার পাশে দাঁড়িয়ে উদযাপন করলেন দিনটি।

| Edited By: আকাশ মিশ্র

Nov 18, 2025 | 6:35 PM

1 / 7
জুবিনের হঠাৎ মৃত্যুর খবর পেয়ে গোটা দেশ কেঁপে উঠেছিল। চোখের জলে ভেসেছিল গোটা অসম। এখনও যেন অনুরাগীরা বিশ্বাস করতে পারেন না, তাঁদের প্রিয় গায়ক নেই।

জুবিনের হঠাৎ মৃত্যুর খবর পেয়ে গোটা দেশ কেঁপে উঠেছিল। চোখের জলে ভেসেছিল গোটা অসম। এখনও যেন অনুরাগীরা বিশ্বাস করতে পারেন না, তাঁদের প্রিয় গায়ক নেই।

2 / 7
জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বহু বছরের বন্ধুত্ব জুবিন গর্গের। দুই বন্ধুর জুটি বেঁধে অসংখ্য গান উপহার দিয়েছেন। যা কিনা আজও বাংলা সিনেমার সুপারহিট গানের তালিকায় প্রথম দিকেই জায়গা করে নেয়।

জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বহু বছরের বন্ধুত্ব জুবিন গর্গের। দুই বন্ধুর জুটি বেঁধে অসংখ্য গান উপহার দিয়েছেন। যা কিনা আজও বাংলা সিনেমার সুপারহিট গানের তালিকায় প্রথম দিকেই জায়গা করে নেয়।

3 / 7
সেই প্রিয় বন্ধুকে হারিয়ে আজও তাঁর শূন্যতায় কেঁদে ওঠেন জিৎ। আর তাই তো প্রয়াত বন্ধুর জন্মদিনে গুয়াহাটিতে ছুটলেন জিৎ। জুবিনের স্ত্রী গরিমার পাশে দাঁড়িয়ে উদযাপন করলেন দিনটি।

সেই প্রিয় বন্ধুকে হারিয়ে আজও তাঁর শূন্যতায় কেঁদে ওঠেন জিৎ। আর তাই তো প্রয়াত বন্ধুর জন্মদিনে গুয়াহাটিতে ছুটলেন জিৎ। জুবিনের স্ত্রী গরিমার পাশে দাঁড়িয়ে উদযাপন করলেন দিনটি।

4 / 7
জুবিনের জন্মদিনে গোটা অসম যেন উদযাপনে মেতে উঠল। গুয়াহাটির নানা জায়গায় নানা অনুষ্ঠান।

জুবিনের জন্মদিনে গোটা অসম যেন উদযাপনে মেতে উঠল। গুয়াহাটির নানা জায়গায় নানা অনুষ্ঠান।

5 / 7
কোথাও রক্তদান শিবির। কোথাও বৃক্ষরোপন। কোথাও আবার কচিকাঁচাদের নিয়ে বিশেষ গানের অনুষ্ঠান।

কোথাও রক্তদান শিবির। কোথাও বৃক্ষরোপন। কোথাও আবার কচিকাঁচাদের নিয়ে বিশেষ গানের অনুষ্ঠান।

6 / 7
গুয়াহাটির সর্বত্রই বেজে উঠল মায়াবিনী রাত গানটি। যা কিনা সবচেয়ে প্রিয় ছিল জুবিনের। জুবিন চেয়েছিলেন তাঁর মৃত্যুর পর এই গানটাই যেন বেজে ওঠে গোটা অসমে।

গুয়াহাটির সর্বত্রই বেজে উঠল মায়াবিনী রাত গানটি। যা কিনা সবচেয়ে প্রিয় ছিল জুবিনের। জুবিন চেয়েছিলেন তাঁর মৃত্যুর পর এই গানটাই যেন বেজে ওঠে গোটা অসমে।

7 / 7
জুবিনের মৃত্যুর পর জিৎ জানিয়ে ছিলেন,''জুবিন ভীষণ ঘুরতে ভালবাসত। রাজার মতো বাঁচতে ভালবাসত। জীবনকে উপভোগ করতে জানত জুবিন। জিৎ বলেছিলেন, ''সবসময় মুখে হাসি লেগে থাকত। কাজ নিয়ে ভীষণ ভাবত, কাজকে ভীষণ ভালবাসত। সবসময় নতুন কিছু করতে চাইত।''

জুবিনের মৃত্যুর পর জিৎ জানিয়ে ছিলেন,''জুবিন ভীষণ ঘুরতে ভালবাসত। রাজার মতো বাঁচতে ভালবাসত। জীবনকে উপভোগ করতে জানত জুবিন। জিৎ বলেছিলেন, ''সবসময় মুখে হাসি লেগে থাকত। কাজ নিয়ে ভীষণ ভাবত, কাজকে ভীষণ ভালবাসত। সবসময় নতুন কিছু করতে চাইত।''