
বেশ কিছুদিন ধরেই ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির শুটিং নিয়ে বেজায় ব্য়স্ত হয়ে রয়েছেন সুপারস্টার জিত্। গত পরশু শুটিং সেটে দুর্ঘটনা ঘটে। যার জেরে হাতে চোট পান নায়ক। এই সপ্তাহ জুড়ে শুটিং হওয়ার কথা ছিল। তবে শুটিং পিছিয়ে যেতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানতে পরিচালক পথিকৃত্ বসুর সঙ্গে যোগাযোগ করা হলেও, উত্তর পাওয়া যায়নি। তাই ঠিক কী ঘটেছে, কবে থেকে আবার শুটিং শুরু হবে, তা বুঝতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
এই ছবিতে অনন্ত সিংহ-র চরিত্র করছেন জিত্। অ্যাকশন দৃশ্যে ঠাসা এই ছবি। জিত্ যখন কোনও চরিত্র করেন, নিজেকে নিংড়ে দিতে ভোলেন না। এবারও সেভাবেই ছবির শুটিং এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে মাঝে বিরতি নিতে হতে পারে এমন দুর্ঘটনার কারণে। খোঁজ নিয়ে জানা গেল, চোট পেলেও চিকিত্সার পর একেবারে সুস্থ আছেন জিত্। শীতের মরসুমে নায়কের কিছু স্টেজ শো আছে। আপাতত সেগুলো বাতিল করার কথা ভাবেননি। তাই নায়কের অনুরাগীদের কপালে ভাঁজ পড়ার কোনও কারণ নেই।
২০২৬-এ কোন নায়কের ছবি কখন আসবে তা জানার জন্য অপেক্ষা করছেন অনুরাগীরা। বছরের গোড়াতেই কাকাবাবু সিরিজের নতুন ছবি মুক্তি পাবে। বিধানসভা নির্বাচনের কারণে বছরের প্রথমভাগে ছবি মুক্তির ভিড় একটু কম থাকতে পারে। বছরের দ্বিতীয়ভাগে নায়ক জিতের ছবি কবে আসবে, তা জানার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। খুব তাড়াতাড়ি জিত্ ফিরবেন শুটিংয়ে তা আঁচ করা যায়। এই ছবি ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে এখন।