সেলিব্রেশন নয়, বিবাহবার্ষিকীতে সাধ্যমতো করোনা আক্রান্তদের পাশে থাকার চেষ্টা জীতু-নবনীতার

স্বরলিপি ভট্টাচার্য |

May 06, 2021 | 2:01 PM

বৃহস্পতিবার সকাল থেকেই এক প্রিয়জনের অসুস্থতা, তাঁকে হাসপাতালে ভর্তি করতে ব্যস্ত ছিলেন জিতু। ফলে আলাদা করে বিবাহবার্ষিকী পালনের প্রশ্নই ওঠে না।

সেলিব্রেশন নয়, বিবাহবার্ষিকীতে সাধ্যমতো করোনা আক্রান্তদের পাশে থাকার চেষ্টা জীতু-নবনীতার
জিতুর শেয়ার করা সেই ছবি। ফেসবুক থেকে গৃহীত।

Follow Us

জীতু কামাল (Jeetu Kamal) এবং নবনীতা দাস (Nabanita Das)। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। তাঁদের দাম্পত্যের আজ দু’বছর পেরিয়ে গেল। দু’বছর আগে আজকের দিনেই চার হাত এক হয়েছিল। কিন্তু জীবনের এই বিশেষ দিনে কোনও সেলিব্রেশন নয়। সার্বিক দুর্যোগের মধ্যে সেলিব্রেশনের কথা ভাবেননি তাঁরা।

বৃহস্পতিবার সকাল থেকেই এক প্রিয়জনের অসুস্থতা, তাঁকে হাসপাতালে ভর্তি করতে ব্যস্ত ছিলেন জীতু। ফলে আলাদা করে বিবাহবার্ষিকী পালনের প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, “আমি এবং নবনীতা, কোনও সেলিব্রেশনের মুডেই নেই। গত বছরও এই পরিস্থিতি ছিল। কিন্তু এতটা ভয়ানক বুঝতে পারিনি। বাড়িতেই কেটেছিল প্রথম বিবাহবার্ষিকী। এ বারও তাই। তবে এই বিশেষ দিন সেলিব্রেট করতে আমরা তো কিছু অর্থ খরচ করতামই। সেই টাকাটা মুখ্যমন্ত্রীর তহবিলে দিতে চাই করোনা আক্রান্তদের জন্য। যাতে তাঁদের একটু সুরাহা হয়। গতবছরও ইচ্ছে ছিল। কিন্তু করোনার ভয়াবহতা বুঝতে পারি। এ বছর তাই সাধ্যমতো চেষ্টা করছি।”

যেখানে হাজার হাজার মানুষ করোনা নামক এক অদৃশ্য অভিশাপের কাছে প্রতিদিন বিলীন হয়ে যাচ্ছেন,আপনজনের হারিয়ে যাওয়ার আর্তনাদে…

Posted by Jeetu Kamal on Wednesday, May 5, 2021

 

বুধবার রাতেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের একটি ছবি শেয়ার করেছেন জীতু। এই পরিস্থিতিতে এই ছবি দেওয়া হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু এটুকু তিনি করেছেন নবনীতার কথা ভেবেই। জীতু লিখেছেন, ‘…বিয়ের প্রথম বছর এবং দ্বিতীয় বছরও মহামারীর কারণে,মেয়েটা বুঝতেই পারলো না কাকে বলে বিবাহবার্ষিকী। আজ শুধু তার কথা ভেবে, ওর মুখের একটু হাসির জন্যে এই সংকটের সময়ে আমার এই ছবি দেওয়াটা কি খুব ভুলের?’

না! এই ছবি দেওয়া যে ভুলের নয়, তার প্রমাণ ছবির নীচে কমেন্টে অসংখ্য শুভেচ্ছা বার্তা। বিশেষ দিনে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু এবং অনুরাগীরা। এই পরিস্থিতিতে নিজের সাধ্যমতো করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন জীতু। সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য শেয়ারও করছেন তিনি। জীবনের বিশেষ দিনেও করোনা আক্রান্তদের পাশে থাকার চেষ্টা করছেন। এই অক্লান্ত চেষ্টায় তাঁদের ভাল থাকার শুভেচ্ছা জানিয়েছেন সকলে।

আরও পড়ুন, ‘বাড়িতে শান্তিতে বিশ্রাম নিচ্ছি’, মৃত্যুর ভুয়ো খবরে মুখ খুললেন লাকি

Next Article