‘দিতিপ্রিয়া লক্ষ্মীমেয়ে…’, প্রেমে পূর্ণ ছবি পোস্ট করে কেন বললেন জীতু

লক্ষণীয় এই বছর মুক্তি পেয়েছে জীতু অভিনীত 'গৃহপ্রবেশ'। সেই ছবি হিট হয়েছে। ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়  আর জীতু কমলের কাজ দেখে মুগ্ধ দর্শকরা। পাশাপাশি ধারাবাহিকে জীতু-দিতিপ্রিয়া অভিনীত চরিত্রগুলো কবে কাছাকাছি আসবে, তার জন্যও অপেক্ষা করছেন দর্শকরা।

দিতিপ্রিয়া লক্ষ্মীমেয়ে..., প্রেমে পূর্ণ ছবি পোস্ট করে কেন বললেন জীতু

| Edited By: Bhaswati Ghosh

Jul 22, 2025 | 4:38 PM

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জুটি বেঁধে কাজ করছেন নায়ক জীতু কমল আর নায়িকা দিতিপ্রিয়া রায়। ফেসবুকে দিতপ্রিয়ার সঙ্গে ভীষণই রোম্যান্টিক একটা ছবি পোস্ট করেছেন নায়ক। সেটা ধারাবাহিকেরই একটা দৃশ্যের ছবি। সেই ছবি পোস্ট করে জীতু লিখেছেন, ”দিতিপ্রিয়া লক্ষ্মীমেয়ে। লক্ষ্মী মেয়েকে ঝাপটি দিয়ে ধরলে তাকেই বলা হয় লক্ষ্মী-ঝাপি।”

জীতুর এই পোস্ট যেন ক্রিকেট মাঠে বিরোধী পক্ষকে দু’ কথা শুনিয়ে দেওয়ার মতো। জি বাংলা চ্যানেলে সন্ধে সাড়ে ছ’ টায় দেখানো হয় জীতু-দিতিপ্রিয়া অভিনীত ধারাবাহিক। স্টার জলসা চ্যানেলে সেই সময়ে দেখানো হচ্ছিল ‘গীতা এলএলবি’ ধারাবাহিকটা। তবে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক শুরু হওয়ার পর সেটা স্লট লিডার হয়ে যায় সহজেই। এরপর ‘গীতা এলএলবি’ আর স্লট  লিডার হতে পারেনি। সে কারণে স্টার জলসায় সাড়ে ছ’ টায় নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’ আসছে।

নতুন ধারাবাহিকের নাম যেটা, সেই নামটাই অন্যভাবে ফুটে উঠেছে জীতুর নতুন পোস্টে। আর সেই পোস্ট তাঁর ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায়কে নিয়ে। তাই জীতুর অনেক অনুরাগীই এই পোস্টে বেশ মজা পেয়েছেন। নতুন দুই ধারাবাহিকের কোনটা কত টিআরপি আনতে পারে, কে কাকে টেক্কা দেবে, সেটাও দেখার অপেক্ষা।

লক্ষণীয় এই বছর মুক্তি পেয়েছে জীতু অভিনীত ‘গৃহপ্রবেশ’। সেই ছবি হিট হয়েছে। ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়  আর জীতু কমলের কাজ দেখে মুগ্ধ দর্শকরা। পাশাপাশি ধারাবাহিকে জীতু-দিতিপ্রিয়া অভিনীত চরিত্রগুলো কবে কাছাকাছি আসবে, তার জন্যও অপেক্ষা করছেন দর্শকরা।