AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অবশেষে মুক্তি পাচ্ছে অনুষ্কার ‘চাকদা এক্সপ্রেস’?

তবে তিন বছর আগে ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেসের শুটিং শেষ করেছিলেন অনুষ্কা। নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়ার কথা ছিল এই ছবির। তবে আচমকাই ছবিটার মুক্তি আটকে যায়। শোনা যায়, ছবির টিমের সঙ্গে নেটফ্লিক্সের নানা বিষয়ে মতানৈক্য হওয়ার কারণেই নাকি এই ছবি মুক্তি পায়নি।

অবশেষে মুক্তি পাচ্ছে অনুষ্কার 'চাকদা এক্সপ্রেস'?
| Updated on: Nov 08, 2025 | 3:48 PM
Share

ছেলে হওয়ার পর থেকে সিনেমার পর্দা থেকে একেবারে গায়েব অনুষ্কা শর্মা। প্রায় সাত বছর তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। এমনকী, নতুন কোনও ছবি সইও করেননি কোহলি পত্নী। তবে তিন বছর আগে ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেসের শুটিং শেষ করেছিলেন অনুষ্কা (Anushka Sharma)। নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়ার কথা ছিল এই ছবির। তবে আচমকাই ছবিটার মুক্তি আটকে যায়। শোনা যায়, ছবির টিমের সঙ্গে নেটফ্লিক্সের নানা বিষয়ে মতানৈক্য হওয়ার কারণেই নাকি এই ছবি মুক্তি পায়নি। তবে ভারতীয় মহিলা ক্রিকেটদল এবার বিশ্বকাপ জিততেই এই ছবি নিয়ে নড়ে চড়ে বসল, চাকদা এক্সপ্রেস টিম।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি ছবির টিম নেটফ্লিক্সের এক্সিকিউটিভকে ছবি মুক্তি নিয়ে আবেদনপত্র পাঠিয়েছে। মতানৈক্য় সরিয়ে ছবির মুক্তির আলো দেখুক, সেটাই অনুরোধ করা হয়েছে নেটফ্লিক্সের কর্তাদের কাছে। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই অনুরাগীরা অনুষ্কা অভিনীত এই ছবি দেখতে পাবেন।

২০১২ সালে শুটিং শুরু হয়েছিল অনুষ্কা শর্মা অভিনীত ঝুলন গোস্বামীর এই বায়োপিক। ছবিটির পরিচালক প্রসিত রায়। কলকাতা এবং আন্দুলের বেশ কিছু জায়গায় ছবিটির শুটিং হয়। সিনেমার পর্দার ঝুলন হয়ে ওঠার জন্য বিশেষ অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অনুষ্কাকে। সেই সময় হইচই ফেলে দিয়েছিল ঝুলন হিসেবে অনুষ্কার অবতার। জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক চললে হয়তো এই বছরের শেষে বা আগামী বছরে মুক্তি পাবে এই ছবি।