অসুস্থ প্রযোজক তথা অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। ভর্তি করা হয়েছে তাঁকে হাসপাতালে। সর্বত্র ছড়িয়ে পড়েছে এই খবর। কেমন আছেন তিনি? চিন্তা বাড়ছে অনুরাগীদের। বরাবরই নীলাঞ্জনা সেনগুপ্ত দর্শকদের মন জয় করে এসেছেন ভাল কাজ দিয়ে। তবে হঠাৎ করেই মিলল অসুস্থতার খবর। কী হয়েছে তাঁর! প্রাথমিকভাবে জানতে পারেননি কেউই। তবে নিজেই এই খবর সকলের সামনে আনলেন অভিনেত্রী তথা প্রযোজক। সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার খবর জানিয়েছেন নিজেই। সেই খবর নজরে আসতেই ভক্তদের মনে উদ্বেগ তুঙ্গে। হাতে চ্যানে, চলছে চিকিৎসা। অভিনেত্রীর অবস্থা দেখে অনেকের কপালেই চিন্তার ভাঁজ। কী হয়েছে যিশুর স্ত্রীর? সূত্রের খবর ডিহাইড্রেশনে ভুগছেন তিনি। তার জেরেই অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি তিনি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে হাতে করা হয়েছে চ্যানেল। যদিও অসুস্থ হলেও মন বেজায় চাঙ্গা তাঁর। বরাবরই পজিটিভ এনার্জি ভরপুর থাকে নীলাঞ্জনার মনে প্রাণে। তাই এবারও একই ইঙ্গিত দিলেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘broken but beautiful’, অর্থাৎ ভেঙে পড়লেও কিন্তু সুন্দর। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন।
যদিও চিন্তার কোনও কারণ নেই। দ্রুত তাঁকে ছাড়া হবে হাসপাতাল থেকে। তবে অসুস্থতার জেরে যে কাজের থেকে খানিক ছুটি নিতে হবে তা নিশ্চিত। বরাবরই কাজের মধ্যে থাকতে পছন্দ করেন নীলাঞ্জনা সেনগুপ্ত। অধিকাংশ তাঁর প্রজেক্টেই এক কথায় হিট। অভিনয় দিয়ে কেরিয়ার শুরু। বর্তমানে প্রযোজনায় নজর কেড়েছেন তিনি।