‘সত্যমেব জয়তে-২’-র রিলিজের তারিখ, প্রজাতন্ত্র দিবসে ঘোষণা করলেন জন
জন আব্রাহাম ছাড়াও ‘সত্যমেব জয়তে-২’-তে রয়েছেন দিব্যা খোসলা কুমার। ছবি পরিচলনার দায়িত্বে রয়েছেন মিলাপ জাভেরি।
৭২তম প্রজাতন্ত্র দিনে জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেব জয়তে-২’-এর নির্মাতা ঘোষণা করলেন ছবি মুক্তির তারিখ। শুধু নির্মাতারা নন, জন নিজেও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সরকারিভাবে ঘোষণা করলেন আগামী ১৪ মে, ইদের দিন রিলিজ করতে চলেছে ‘সত্যমেব জয়তে-২’। তবে এক সমস্যা থেকেই গেল, কারণ সল্লু মিঞা মানে সলমন খানের ছবিও একই দিনে রিলিজ হতে চলেছে। এক দিনে দু’সুপারস্টারের ছবি রিলিজ!
TANN MANN DHANN, se Badhkar JANN GANN MANN! The team of #SatyamevaJayate2 wishes everyone a Happy Republic Day!
See you in cinemas this EID on 14th May 2021 pic.twitter.com/iFSMq9qMrS
— John Abraham (@TheJohnAbraham) January 26, 2021
টুইটারে নিজের একটি ছবি পোস্ট করে জন লেখেন, ‘তন, মন, ধন-এর আগে জন গণ মন! ‘সত্যমেব জয়তে-২’-এর টিম সবাইকে জানায় শুভ প্রজাতন্ত্র দিবস! ইদের দিন, ১৪ মে ২০২১-এ সিনেমাহলে দেখা হচ্ছে।’
গত বছর, সেপ্টেম্বর মাসে জন আব্রাহাম এক নতুন পোস্টার শেয়ার করে লেখেন, ‘যে দেশের মা গঙ্গা, সেখানে রক্তও তেরঙ্গা! ‘সত্যমেব জয়তে-২’ সিনেমাহলে আসছে ১২ মে, ইদ ২০২১’
View this post on Instagram
জন আব্রাহাম ছাড়াও ‘সত্যমেব জয়তে-২’-তে রয়েছেন দিব্যা খোসলা কুমার। ছবি পরিচলনার দায়িত্বে রয়েছেন মিলাপ জাভেরি। জনের ছবির সঙ্গে কোনও সুপারস্টারের ছবির রিলিজ তারিখের যুদ্ধ নতুন নয়। ২০১৯ সালে ‘বাটলা হাউস’-এর সঙ্গে অক্ষয় অভিনীত ‘মিশন মঙ্গল’ও রিলিজ করেছিলা। তাও আবার স্বাধীনতা দিবসে হয়েছিল সেই রিলিজ যুদ্ধ!