সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল জন তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে! কিন্তু কেন?

শুভঙ্কর চক্রবর্তী |

Apr 30, 2021 | 4:14 PM

করোনাভাইরাস এবং সঙ্কটের এই কারণে নির্মাতারা এখন‘ সত্যমেব জয়তে-২’-র মুক্তির তারিখ আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল জন তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার হাতে! কিন্তু কেন?
জন আব্রাহাম

Follow Us

কোভিড পরিস্থিতিতে একের পর এক বলিউড সেলেব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশবাসীর প্রতি। সোশ্যাল পোস্টে উঠে আসছে সাহায্যের হদিশ। আজ, শুক্রবার জন আব্রাহামের পোস্টে তেমনই এক মানবিক আবেদন। জন জানালেন, তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটি এক স্বেচ্ছাসেবী সংস্থাকে তাঁদের যাবতীয় পোস্ট করার জন্য তুলে দিলেন। স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে স্বাস্থ্য বিষয়ক তথ্য পোস্ট করতে ব্যবহার করা হবে জনের সোশ্যাল হ্যান্ডেল।

 

আরও পড়ুন সিটি বাজিয়ে কাকে এবার হৃদয় দিয়ে ফেললেন ভাইজান?

 

জন লেখেন, ‘একটি দেশ হিসাবে আমরা একটি ভয়াবহ পরিস্থিতি ভোগ করছি। প্রতিটি মুহুর্তের সঙ্গে, আরও অনেক বেশি লোক, যাঁরা অক্সিজেন, একটি আইসিইউ বিছানা, একটি ভ্যাকসিন এবং এমনকি কখনও কখনও খাদ্য সংগ্রহ করতে অক্ষম হচ্ছেন। তবে, এই পরীক্ষামূলক সময় মানুষকে একত্রিত করেছে, পার্থক্য তৈরি করতে এবং প্রয়োজনীয় পাশে থাকতে শিখিয়েছে’

 

 

জন আরও লেখেন, “আজ থেকে, আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি  দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কাছে হস্তান্তর করতে চলেছি এবং আমার হ্যান্ডেলগুলোতে সেই তথ্য পোস্ট করা হবে যা সাধারণ মানুষের প্রয়োজনে আসবে। এই বিপর্যয়ের সময়ে মনুষ্বত্য কয়েক গুণ বাড়াতে হবে। আমাদের এ লড়াই প্রাণ বাঁচানোর লড়াই একসঙ্গে লড়তে হবে।’

অনেক আগেই শুরু করেছিলেন জন আব্রাহাম ‘সত্যমেব জয়তে-২’-র শুটিং শুটিং।  কিন্তু লকডাউনের কারণে তা থমকে যায়। তারপর ডিসেম্বরে লখনউয়ের বারাণসীতে শুটিং শুরু হয়েছিল। ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত শুটিং চলবে বলে জানা গিয়েছিল। ঠিক ছিল ১২ মে, ২০২১-এ মুক্তি পাবে ছবি। তবে, করোনাভাইরাস এবং সঙ্কটের এই কারণে নির্মাতারা এখন ছবিটির মুক্তির তারিখ আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Next Article