
টলিউডের জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন পুরী ও ভাইজ্যাগে। ছুটি কাটাতে গিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন, যেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে তাঁর মা, বাবা ও ছেলেকে। কিন্তু ফেরার পথেই ঘটে যায় এক অঘটন—ভাইজ্যাগের হাইওয়েতে তাঁদের গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষে ঘটে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। সৌভাগ্যবশত, অল্পের জন্য রক্ষা পান অভিনেতা ও তাঁর পরিবারের সদস্যরা।
শনিবার জয়জিৎ নিজেই সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার কথা জানিয়ে লেখেন, “যা বুঝলাম, আমার নামের আগে ‘late’ লাগতে এখনও দেরি আছে।” তবে পরে তিনি পোস্টটি মুছে দেন। জানা যায়, ফেরার পথে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ির পাশে ধাক্কা মারে। দু’টি গাড়ির গতিই ছিল বেশ দ্রুত। ফলে মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। বরাত জোরে সকলেই বিপদ মুক্ত হন। তবে কম বেশি চোট পেয়েছেন সকলেই।
পরে আরেকটি পোস্টে জয়জিৎ জানান, “অ্যাক্সিডেন্টের খবর জানাতে চেয়েছিলাম, কিন্তু এত ফোন আসতে শুরু করেছিল যে মুছে ফেলতে হয়েছে। সবাই যে এতটা ভালবাসেন, তার জন্য অন্তর থেকে ধন্যবাদ।”
উল্লেখ্য, এই সফরে অভিনেতার স্ত্রী শ্রেয়া ভট্টাচার্য ছিলেন না। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে বহুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন চলছে। তবে জয়জিৎ ও শ্রেয়া দুজনেই স্পষ্ট জানিয়েছেন, তাঁদের সম্পর্ক আগের মতোই মজবুত। শ্রেয়ার অনুপস্থিতি শুধুমাত্র কাজের কারণে, অন্য কোনও কারণ নয়। দুর্ঘটনার পর জয়জিতের অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্খীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। বর্তমানে অভিনেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং জানিয়েছেন, শিগগিরই তিনি কাজে ফিরবেন।