
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা গেল জুন মালিয়াকে। অনুষ্ঠানের সূচনার দিন যেমন মঞ্চ সামলেছেন তিনি, তেমনই অনুষ্ঠান শেষের দিনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জুন মালিয়া। সাংসদ হওয়ার কারণে ভীষণই ব্যস্ত এই অভিনেত্রী। ইদানীং অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে তাঁর অনুরাগীরা, বরাবরই জুনকে ছোটপর্দা এবং বড়পর্দায় দেখতে চান।
খবর হলো, ‘আবার প্রলয় সিজন টু’-র জন্য শুটিং শুরু করবেন অভিনেত্রী। রাজ চক্রবর্তীর পরিচালনায় ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি পরিচালক শুরু করে দিয়েছেন সিজন টু-র শুটিং। সেই কারণেই ২৩ তারিখে জুন ওয়েব সিরিজের শুটিং করবেন। গত বারের মতোই এবার ওয়েব সিরিজের প্রধান মুখ শাশ্বত চট্টোপাধ্যায়।
রাজের পরিচালনায় শাশ্বতর সঙ্গে শুটিং করবেন জুন, সেই ব্যাপারে অভিনেত্রীর গলায় উচ্ছ্বাস দেখা গেল। নৈহাটি, কলকাতা, রাণাঘাট, ঝাড়খণ্ড বর্ডারে হবে শুটিং। রাজ নিজেই সোশ্যাল মিডিয়াতে এই ওয়েব সিরিজের প্রথম ঝলক ভাগ করে নিয়েছেন। সায়নী ঘোষ ‘আবার প্রলয়’-এর অংশ ছিলেন। নতুন ওয়েব সিরিজটাতে তাঁকে দেখা যাবে, সেই প্রত্যাশা রয়েছে।
সামনের বছর বিধানসভা নির্বাচন। সেই কারণে জুন অত্যন্ত ব্যস্ত থাকবেন প্রচার সংক্রান্ত কাজে, তা আঁচ করা যায়। ছোটপর্দায় তাঁকে কবে দেখা যাবে? TV9 বাংলার প্রশ্নের উত্তরে জুন খোলসা করলেন, ”আমি বাংলা ধারাবাহিকে অবশ্যই অভিনয় করতে চাই। বিধানসভা নির্বাচনের সময়ে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারব বলে মনে হয় না। তবে আগামী বছর জুন মাস নাগাদ বাংলা ধারাবাহিকের কাজ শুরু করার ইচ্ছা রয়েছে।”
লক্ষণীয় ‘গাঁটছড়া’ ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই ধারাবাহিকে গৌরব চট্টোপাধ্যায়ের মায়ের চরিত্রে দেখা যেত জুনকে। গৌরব আর শোলাঙ্কি রায় জুটি বেঁধেছিলেন এই ধারাবাহিকে। গৌরব আর শোলাঙ্কি আবার জুটি বেঁধে ধারাবাহিকে ফিরছেন। জুনের বেশ কিছু অনুরাগী সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, এই ধারাবাহিকে গৌরব আর শোলাঙ্কির সঙ্গেই তাঁকে দেখার ইচ্ছা ছিল।