দেবের সঙ্গে ছবি পোস্ট করলেন জ্যোতির্ময়ী, কী লিখলেন নায়িকা?

লক্ষণীয় বাংলা ধারাবাহিকে কাজ করেছেন, এমন অনেক নায়িকাই বড়পর্দায় কাজ করতে চান। তবে দেব বা জিতের মতো সুপারস্টারের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন হাতেগোনা কয়েকজন। শ্বেতা ভট্টাচার্য বা সৌমিতৃষা কুণ্ডু অবশ্য সুপারহিট ধারাবাহিক করার পর দেবের নায়িকা হয়েছেন, অতনু আর দেবের প্রযোজনার ছবিতেই।

দেবের সঙ্গে ছবি পোস্ট করলেন জ্যোতির্ময়ী, কী লিখলেন নায়িকা?

| Edited By: Bhaswati Ghosh

Jul 15, 2025 | 9:34 AM

জ্যোতির্ময়ী কুণ্ডু এখন চর্চায়। ‘প্রজাপতি টু’ ছবিতে দেবের নায়িকা হিসাবে দেখা যাবে তাঁকে। এত দিন জ্যোতির্ময়ীর তরফে কিছুই খোলসা করা হয়নি এই বিষয়ে। তবে ‘প্রজাপতি টু’ ছবির লন্ডনের অংশের শুটিং শেষ হলো। শুটিং শেয হওয়ার দিনে জ্যোতির্ময়ী নায়ক দেবের সঙ্গে একটা ছবি পোস্ট করেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জ্যোতির্ময়ী লিখেছেন, ”আমি এই মুহূর্তটার স্বপ্ন দেখেছিলাম।” দেবের সঙ্গে যে ছবি পোস্ট করেছেন নায়িকা, তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

এই ছবিতে জ্যোতির্ময়ীর সুযোগ পাওয়া আসলে স্বপ্নের মতো। প্রথমে এই ছবিটার জন্য টলিপাড়ার একজন প্রথম সারির নায়িকার সঙ্গে আলোচনা হয়েছিল। তবে সেই বিষয়টা চূড়ান্ত হয়নি। এদিকে ধারাবাহিক ‘বঁধুয়া’ করার পর অভিনেত্রী মনে করেছিলেন, তিনি ছবিতে কাজ করতে চান। সেই কারণে পরিচালক অভিজিত্‍ সেনের মাধ্যমে প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। ছবির চিত্রনাট্য যখন তৈরি হয়ে যায়, তখন অতনুর মনে হয় এই চরিত্রের সঙ্গে জ্যোতির্ময়ীর চেহারা মানানসই হতে পারে। এরপর অভিনেত্রীর সঙ্গে কথোপকথন এগোয়।

লক্ষণীয় বাংলা ধারাবাহিকে কাজ করেছেন, এমন অনেক নায়িকাই বড়পর্দায় কাজ করতে চান। তবে দেব বা জিতের মতো সুপারস্টারের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন হাতেগোনা কয়েকজন। শ্বেতা ভট্টাচার্য বা সৌমিতৃষা কুণ্ডু অবশ্য সুপারহিট ধারাবাহিক করার পর দেবের নায়িকা হয়েছেন, অতনু আর দেবের প্রযোজনার ছবিতেই। সেই নিরিখে জ্যোতির্ময়ী ঠিক তাঁদের মতোই সুযোগ পেলেন। অভিনেত্রী উচ্ছ্বাস প্রকাশ করতেও দ্বিধা করেননি, তাঁর ইনস্টাগ্রাম পোস্ট সে কথা বলছে।