কাজল ও অজয় দেবগণের বিয়ে বলে কথা। ব্যস্ততা যে দুই পরিবারে তুঙ্গে থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কাজলের বাড়ি থেকে প্রাথমিকভাবে অজয় দেবগণকে অপছন্দ হলেও একটা সময়ের যখন কাজল জানিয়ে দিয়েছিলেন যে তিনি অজয় দেবগণকে ছাড়া কাউকে বিয়ে করবেন না। তারপরই বিয়ের সানাই বাজে। তবে বিয়ের দিন হঠাৎ এমন কী ঘটে যে কাজলকে বিয়ে দ্রুত সারতে অনুরোধ করতে হয়। না, তেমন কিছু নয়। কাজলের যুক্তি ছিল, তাঁর দুই বোন, পরিবারের সকলে ভীষণ পরিশঅরম করছিলেন। কিন্তু তিনি কেবলই কে কী করতে বলছেন তা শুনতে ব্যস্ত ছিলেন। কোথায় যেতে হবে, কোথায় বসতে হবে, কোথায় দাঁড়াতে হবে। একটা সময়ের পর তাঁর মনে হয়েছিল এটা সম্ভবপর নয়। কারণ তিনি এটা বেশিক্ষণ চালাতে পারবেন না। পরিবারের সকলের সঙ্গে থাকাটাও প্রয়োজন।
সকলকে দেখে রাখা, সমস্ত আয়োজন খুটিয়ে দেখা, সবটাই ছিল ভীষণ পরিশ্রমের। কাজল চেয়েছিলেন সকলের সঙ্গে এই কাজটায় সহযোগিতা করতে। আর ঠিক সেই কারণেই তিনি পণ্ডিতকে অনুরোধ করতে বলেছিলেন যাতে দ্রুত বিয়েটা শেষ করে দেওয়া যায়। এক সাক্ষাৎকারে কাজল নিজের জীবনের বিশেষ দিন প্রসঙ্গে বলেন, ”আমি যখন বিয়ের পিঁড়িতে, আমাদের বিয়েটা হচ্ছিল, আমি অজয়কে বলেছিলাম পণ্ডিতকে বলো, একটু তাড়াতাড়ি করতে। এটা অনেকটা সময় ধরে চলছে। আমরা দুই রীতি মেনে বিয়ে করেছিলাম। আমাদের মহারাষ্ট্র মতে বিয়ে হয় পাশাপাশি সাত পাকেও ঘোরা হয়। আমি বিরক্ত কিংবা ক্লান্ত হচ্ছিলাম না। আমি শুধু বলতে চেয়েছিলাম তাড়াতাড়ি করো, আমি এখানে বেশিক্ষণ বসে থাকতে পারব না।” কাজল ও অজয় দেবগণ বলিউডের অন্যতম পাওয়ার কপিল। বহুবার সম্পর্ক ভাঙনের জল্পনা তুঙ্গে উঠলেও তাঁরা শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করছেন।