সে কী! সিঙ্গাপুরে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হল অজয়-কাজলের মেয়েকে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 08, 2024 | 5:06 PM

kajol-Ajay: স্টারকিড দের মধ্যে একমাত্র নাইসাই সিঙ্গাপুরে পড়তে গিয়েছিলেন, এ কথা সকলেরই জানা। আর ডিডিএলজের নায়িকা যে কাজল, তাও তো সকলেই জানেন।

সে কী! সিঙ্গাপুরে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হল অজয়-কাজলের মেয়েকে?
তাড়িয়ে দেওয়া হল অজয়-কাজলের মেয়েকে?

Follow Us

মুম্বইয়ের ধীরুভাই অম্বানি আন্তর্জাতিক স্কুল থেকে পড়াশোনা শেষ করে সিঙ্গাপুরে বছর দেড়েক আগেই পড়তে গিয়েছিলেন অজয় দেবগণ ও কাজলের একমাত্র মেয়ে। সেখানকার ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়াতে ভর্তি হয়েছিলেন তিনি। তবে সিঙ্গাপুরের বাসিন্দা জন্মসূত্রে ভারতীয় বেশ কিছু ব্যক্তি সম্প্রতি শেয়ার করেছেন কিছু বিস্ফোরক তথ্য। ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, ‘ সিঙ্গাপুরের ডোভারের ওই আন্তর্জাতিক স্কুলে ‘ডিডিএলজে’র নায়িকার সন্তান পড়তে আসে। কিন্তু গুরুতর কিছু কারণের জন্য তাঁকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। নায়িকা সিঙ্গাপুরেও এসেছিলেন কিছু মাস আগে। অনেক বড় তামাশাও হয়েছিল। কিন্তু স্কুল কিছুতেই শুনতে চায়নি।”

স্টারকিড দের মধ্যে একমাত্র নাইসাই সিঙ্গাপুরে পড়তে গিয়েছিলেন, এ কথা সকলেরই জানা। আর ডিডিএলজের নায়িকা যে কাজল, তাও তো সকলেই জানেন। তাই দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। তাঁদের যুক্তি, “এই ঘটনা সত্যিই। বছরের মাঝখানে সিঙ্গাপুরে পড়তে পড়তে নাইসা কেন সুইটজারল্যান্ডে পড়তে চলে গেলেন?” অনেকেই আবার দাবি করেছেন মাদক নিয়ে নাকি ধরা পড়েছেন নাইসা। তবে সিঙ্গাপুরের মাদক আইন এতটাই কড়া যে তা ঘটলে আইন অনুসারে হাজতবাস হত নাইসার। যদিও নাইসা বা কাজল অথবা পরিবারের কেউই এই নিয়ে মুখ খোলেননি। মেয়ের সিঙ্গাপুরে পড়ার জন্য সেখানে ফ্ল্যাটও কিনেছিলেন অজয়। মাঝেমধ্যেই গোটা পরিবার হাজির হতেন সেখানে। কিন্তু কী যে হল এমন, সেই প্রশ্নই এখন ভক্তদের মনে।

Next Article