
অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের পরিবারে রাত পোহালেই উৎসব। তাঁদের একমাত্র কন্যা কৃষভির অন্নপ্রাশন বলে কথা। ছয় মাস পূর্ণ করল ছোট্ট কৃষভি, আর সেই উপলক্ষে এবার তার মুখে প্রসাদ দেবেন বাবা-মা। তবে কোনও জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, অনাড়ম্বর ভাবেই হবে এই অন্নপ্রাশন অনুষ্ঠান।
গত বছরের ২ নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন শ্রীময়ী। জন্মের পর থেকে মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। যদিও নীলষষ্ঠীর দিনে আংশিক দেখা মিলেছিল ছোট্ট কৃষভির, তবে মুখ দেখা যায়নি সেদিনও। এবার বুধবার, ইসকন মন্দিরে কৃষভির মুখে প্রসাদ তুলে দেওয়া হবে, এবং এদিনই হবে অনুরাগীদের অপেক্ষার অবসান। কারণ এদিনই প্রথমবার দেখা মিলবে কৃষভির। মঙ্গলবারই সকলের কাছে পৌঁছে যায় নিমন্ত্রণ পত্র। সকলকে এই বিশেষ দিনে আমন্ত্রণ জানান জুটি। আর সেখানেই উল্লেখ রয়েছে ইস্কনের মন্দিরে এই অন্নপ্রাশন অনুষ্ঠান হবে।
এই মুহূর্তে ব্যক্তিগত ও কর্ম জীবন সুন্দরভাবে সামলাচ্ছেন জুটি। হাতে একের পর এক কাজ। সংসারের পাশাপাশি কাজেও নজর রেখেছেন শ্রীময়ী। দুই সামলাচ্ছেন সমালতালে। সম্প্রতি যদিও কাঞ্চনের শরীর খারাপের খবর সামনে এসেছিল, তবে তিনি এখন সুস্থ রয়েছেন তিনি। অবশেষেই সেই দিন হাজির। অক্ষয় তৃতীয়ার তিথিতেই কৃষভির অন্নপ্রাশন। সকলেই এখন অপেক্ষায়, কৃষভির মুখ কখন সামনে আসে।