ভিডিয়ো: মণ্ডপে কাঞ্চনকে কোলে তুলে বনবন করে ঘোরালেন শ্রীময়ী!
kanchan-Shreemoyee: ভিডিয়োতেই রয়েছে প্রমাণ। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান কাঞ্চনও। নতুন বউয়ের কোলে তিনি, বুঝতে পেরেই জিভ কাটতেও দেখা যায় তাঁকে। আশেপাশে তখন হাসির রোল! নববধূর কাণ্ড দেখে সকলের মাথায় হাত!
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের পর থেকে একগুচ্ছ ছবি ভিডিয়ো ভাইরাল হয়েছে তাঁদের। বিয়ের মন্ডপ থেকে শুরু করে বাসররাত– চুটিয়ে উপভোগ করেছেন তাঁরা বিয়ে, এ বিষয়ে আর সন্দেহ নেই। তবে সম্প্রতি এমন এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে কাঞ্চনকে শ্রীময়ী বলে বলে দিয়েছেন গোল! কী করেছেন দেখলেন হতবাক হয়ে যাবেন আপনি। হি-ম্যান নন, শ্রীময়ী যেন হয়ে উঠেছেন হি-ওম্যান! কাঞ্চনকে কোলে তুলে নিয়ে বনবন করে ঘোরাতে দেখা গিয়েছে তাঁকে। কী ভাবছেন? এ হতেই পারে না!
ভিডিয়োতেই রয়েছে প্রমাণ। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান কাঞ্চনও। নতুন বউয়ের কোলে তিনি, বুঝতে পেরেই জিভ কাটতেও দেখা যায় তাঁকে। আশেপাশে তখন হাসির রোল! নববধূর কাণ্ড দেখে সকলের মাথায় হাত! যদিও শ্রীময়ী এই গোটা ব্যাপারটা বেশ উপভোগ করেছেন। হাসিতে লুটিয়ে পড়তে দেখা যায় তাঁকে।
কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। কখনও বয়সের ফারাক আবার কখনও কাঞ্চনের তৃতীয় বিয়ে নিয়ে হয়েছে কটাক্ষ। যদিও তাঁদের বিয়ের ভিডিয়ো সামনে আসার পর থেকে কিছুটা হলেও থিতিয়েছে সেই কটাক্ষ। ভাল আছেন তাঁরা, আছেন ভালবাসায়, বিবাহিত জীবনে এটাই কি যথেষ্ট নয়?