মার্চ অবধি অপেক্ষা নয়, বিয়েটা করেই ফেললেন কাঞ্চন-শ্রীময়ী
সকাল থেকেই টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল আগামী ৬ মার্চ বিয়ে করছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তবে রাত বাড়তেই আরও এক বড় খবর। ৬ মার্চ আনুষ্ঠানিক ভাবে বিয়ে করছেন ওঁরা, এ খবর সত্যি ঠিকই।
সকাল থেকেই টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল আগামী ৬ মার্চ বিয়ে করছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তবে রাত বাড়তেই আরও এক বড় খবর। ৬ মার্চ আনুষ্ঠানিক ভাবে বিয়ে করছেন ওঁরা, এ খবর সত্যি ঠিকই। তবে প্রেমদিবসের দিনেই হয়ে গিয়েছে আইনি বিয়ে। কাউকে না জানিয়ে পরিবারের লোকেদের নিয়ে বিয়েটা সেরে ফেলেছেন ওঁরা। পরিবারের সম্মতিতেই বিয়ে সেরেছেন দু’জনে। সারা বাড়ি সাজিয়ে, হাঁটু গেড়ে শ্রীময়ীকে ফিল্মি কায়দায় প্রপোজ করেছিলেন কাঞ্চনই। শ্রীময়ীও আর না করেননি। অবশেষে এক হয়েছে চার হাত। তবে আনুষ্ঠানিক বিয়ের এখনও বেশ কিছু দিন দেরি।
পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন ওঁরা। হাজির ছিলেন অভিনেত্রী বাবা-মাও। সারা বাড়ি সাজিয়ে পুরো প্ল্যানটা ছিল কাঞ্চনের। অপেক্ষা করছিলেন শ্রীময়ীর হ্যাঁ শোনার। শ্রীময়ীও যে চুপিচুপি মন দিয়ে বসেছেন সে প্রমাণ পেতেই আর এক বিন্দু দেরি করেননি কাঞ্চন। কথাতেই তো বলে ‘শুভস্য শ্রীঘ্রম’। অতীতে বহুবার কাঞ্চনের প্রসঙ্গ আসতেই কখনও তাঁকে দাদা, কখনও বন্ধু আবার কখনও বা শুভাকাঙ্ক্ষী বলে উল্লেখ করেছেন শ্রীময়ী। ওদিকে বিধায়ক বরাবরই চুপ থেকেছেন তাঁর এই সম্পর্কে। তবে তাঁরা চুপ থাকলেও গুঞ্জন কখনও চাপা থাকে না। তাই এই বছরের শুরু থেকেই তাঁদের বিয়ের খবরটা ভাসছিল টলিউডের অন্দরে। টিভিনাইন বাংলার প্রতিবেদনে তা প্রকাশ পায়। যদিও সে সময় শ্রীময়ী তাঁর বিয়ের কথা অস্বীকার করেন। কাঞ্চনও মুখে কুলুপ আঁটেন। ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, যেহেতু সে সময় কাঞ্চনের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি, সেই কারণেই এই নতুন সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাইছিলেন না তাঁরা। তবে আর বাধা নেই। চার দিন আগে থেকেই তাঁরা যে বিবাহিত।
তাঁদের মধ্যে বয়সের ফারাক বিস্তর। এই মুহূর্তে কাঞ্চনের বয়স ৫৩ বছর। ওদিকে শ্রীময়ী এখনও ৩০-ও পার করেননি। তবে প্রেম আর কবেই বা হিসেব মেনে হয়েছে? তাই ফাল্গুন পড়তেই আর দেরি করেননি ওঁরা। আনুষ্ঠানিক বিয়ের এক মাস দেরি থাকলেও নতুন এই দম্পতির মনে ইতিমধ্যেই যে ‘বসন্ত এসে গ্যাছে’।