AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kanchan Mallick: ‘আমি ধরতে পারি তাদের, আনঅফিশিয়ালি’, কোন রহস্য ফাঁসের কথা বললেন কাঞ্চন?

Relationship: কটাক্ষের বন্যা, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন প্রচুর, তবে দিন দিন কাঞ্চনের উত্তরও যেন বেশ খানিকটা পাল্টে যাচ্ছে। এখন চাঁচাছোলা ভাষায় কথা বলতে দুবারও ভাবেন না কাঞ্চন মল্লিক।

Kanchan Mallick: 'আমি ধরতে পারি তাদের, আনঅফিশিয়ালি', কোন রহস্য ফাঁসের কথা বললেন কাঞ্চন?
| Updated on: Aug 16, 2024 | 12:26 PM
Share

কাঞ্চন মল্লিক। বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেতা। কারণ একটাই তাঁর ব্যক্তিগত জীবনের সমীকরণ। যেখানে তৃতীয় বিয়ে করে কাঞ্চন চর্চিত। শ্রীময়ী চট্টোরাজের থেকে তাঁর বয়সের ফারাক বিস্তর। এই জুটি তাঁর অনেকের কাছেই বেমানান। কিন্তু কাঞ্চন তাঁর সম্পর্ক তাঁর বিষয় নিয়ে বরাবরই সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন তিনি, যে যাই বলুক, তাতে তাঁর বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, যতক্ষণ তাঁরা সুখে আছেন। কটাক্ষের বন্যা, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন প্রচুর, তবে দিন দিন কাঞ্চনের উত্তরও যেন বেশ খানিকটা পাল্টে যাচ্ছে। এখন চাঁচাছোলা ভাষায় কথা বলতে দুবারও ভাবেন না কাঞ্চন মল্লিক।

কাঞ্চনের কথায়, তিনি তো সম্পর্ককে সম্মান দিয়েছেন, তবে এমন অনেকেই রয়েছেন, যাঁরা এই সম্পর্কগুলোকে সামনে আনতে চান না বললেই লুকিয়ে রাখেন। তাঁদের হিসেব কে রাখছে? সম্প্রতি চুপ কর-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘যদি কিছু কিছু সংজ্ঞা, কিছু কিছু করিলে এগুলোকে বিবাহ বলা যেতেও পারে বলে চোখ মেরে বলা যায়, তাহলে এমন এক একজন ২০টা বিয়ে করে বসে আছে, ধরতে পারি তাঁদের। আনঅফিশিয়ালি, ওই যে বললাম, ট্যাবুবাদে, সাইনবোর্ড দেখে লাভ নেই মা।’

যদিও শ্রীময়ী এই বিষয় বিন্দুমাত্র বিচলিত নন। তিনি বরং এই সম্পর্ককে বেশ উপভোগ করছেন। উল্টে যাঁরা বিয়ে নিয়ে ভাবছেন, তাঁদের বিয়ে করে নেওয়ার উপদেশও দিলেন তিনি। বললেন, ‘বিয়ে পর সবটাই তো নিজের অধিকার’। কাঞ্চন শ্রীময়ী এভাবেই ভাল আছেন।