‘মেয়েকে এটা দেখেই বড় হতে হবে…’ কী করতে চলেছেন কাঞ্চন-শ্রীময়ী?

Bhaswati Ghosh | Edited By: জয়িতা চন্দ্র

Mar 17, 2025 | 12:52 PM

Sreemoyee-Kanchan: কাঞ্চন আর শ্রীময়ী এখানে একে-অপরের বিপরীতে নেই। এর আগে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে দু’ জনে একসঙ্গে কাজ করেছিলেন। তারপর অনেকটাই বিরতি ছিল।

‘মেয়েকে এটা দেখেই বড় হতে হবে…’ কী করতে চলেছেন কাঞ্চন-শ্রীময়ী?

Follow Us

দুর্গাপুজোর ছবি ‘রক্তবীজ টু’-তে দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে। ‘রক্তবীজ’-এ কাঞ্চনকে দেখা গিয়েছিল। এবার ছবিটায় একটা ক‍্যামিও চরিত্রে থাকছেন শ্রীময়ী। প্রথম দিনের শুটিং করে নিয়ে শ্রীময়ী TV9 বাংলাকে জানালেন, ‘আমি কুম্ভমেলা থেকে ফেরার সময়ে ফোনটা আসে। আমাকে এই চরিত্রে ভাবার জন‍্য নন্দিতাদি (রায়), শিবুদা (শিবপ্রসাদ মুখোপাধ‍্যায়) আর জিনিয়াদির (সেন) কাছে কৃতজ্ঞ। আমাকে ওঁরা বিভিন্ন পার্টিতে ইনভাইট করেছে। আমি গিয়েছি, উপভোগ করেছি। কিন্তু ওঁদের সঙ্গে যে কাজ করার ইচ্ছা সেটা বলতে পারিনি। তাই ক‍্যামিও চরিত্র হলেও, এই সুযোগ পেয়ে আমি খুব খুশি। মিমিদির ( চক্রবর্তী) সঙ্গে একটা দৃশ‍্য করতে পারাটাও আমার জন‍্য বড় পাওনা। আমার কাছে ফোনটা আসার পর কী চরিত্র সেটাও জিজ্ঞাসা করিনি। এই কাজটা করাটাই আমার কাছে স্বপ্নপূরণের মতো।’

কাঞ্চন আর শ্রীময়ী এখানে একে-অপরের বিপরীতে নেই। এর আগে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে দু’ জনে একসঙ্গে কাজ করেছিলেন। তারপর অনেকটাই বিরতি ছিল।

২০২৪ সালে সেই যে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে টলিপাড়ার চর্চিত জুটি কাঞ্চন-শ্রীময়ী, আজও তা বহাল রয়ে গিয়েছে। কখনও ব্যক্তিগত সমীকরণ, কখনও আবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবরের জেরে চর্চার কেন্দ্রে রয়ে গিয়েছেন তাঁরা। দু’ জনে গুছিয়ে নিয়েছেন ব্যক্তিজীবন। পাশাপাশি কেরিয়ারেও একাধিক নতুন ধাপে পা রাখতে দেখা গিয়েছে তাঁদের। সে শ্রীময়ী চট্টোরাজের ধারাবাহিকে ফেরার খবর হোক কিংবা হিন্দি ছবিতে কাঞ্চন মল্লিকের ম্যাজিক, দর্শক সবটাই গ্রহণ করেছেন। আবার একসঙ্গে পথচলা শুরু। না, এ পথচলা ব্যক্তিজীবনে নয়, সে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা আগেই। রিল লাইফে আরও একবার একসঙ্গে পথচলার পালা।

লক্ষণীয় কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভীর জন্ম হয়েছে কয়েক মাস আগে। এর মধ‍্যেই কাজে ফেরার সিদ্ধান্ত সম্পর্কে শ্রীময়ী কী বলছেন? ‘এই বিষয়টা নিয়ে প্রথমে আমি কাঞ্চনের সঙ্গে কথা বলেছি। ও বলল, ‘মেয়েকে এটা দেখেই বড় হতে হবে যে, মা কাজে যাচ্ছে’। কাঞ্চনের তরফে এই উৎসাহ আমাকে কাজে ফেরার সিদ্ধান্ত নিতে সাহায‍্য করল। তবে মেয়েকে বড় করার জন‍্য যে কোনও সময়ে কাজে বিরতি নিতে হলে কোনও অসুবিধা নেই। আসলে মেয়ে এখন এতটাই ছোট, বেশিরভাগ সময়ে আমার মায়ের কাছে থাকে। মেয়েকে বড় করার সব খুঁটিনাটি আমি শিখে নিয়েছি। তবে মা এগুলো আরও ভালো পারে। তাই মায়ের কাছে মেয়েকে রেখে আমি নিশ্চিন্তেই শুটিং করতে পারব বলে মনে হচ্ছে’। শ্রীময়ী যখন শুটিং শেষে ফিরছিলেন, তখনই কথাগুলো বলছিলেন। আগামী দিনে বিভিন্ন ধারাবাহিক বা সিনেমায় আরও বেশি করে শ্রীময়ীকে দেখতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন অনেকেই।