‘৩টে বিয়ে বলেই আমি…’, বেফাঁস কাঞ্চন! রসিকতায় ডুবলেন বিধায়ক
আবরার হককে মনে আছে? তিন তিনটে বিয়ে করেছিলেন তিনি। তিন নম্বর বিয়ের সময়ই মাথায় পানীয়ের গ্লাস নিয়ে গেয়েছিলেন বিশ্বকাঁপানো সেই গান 'জামাল কুদু'। কথা হচ্ছে অ্যানিম্যাল ছবির। যে ছবিতে আবরারের চরিত্রে দেখা গিয়েছিল ববি দেওলকে।
আবরার হককে মনে আছে? তিন তিনটে বিয়ে করেছিলেন তিনি। তিন নম্বর বিয়ের সময়ই মাথায় পানীয়ের গ্লাস নিয়ে গেয়েছিলেন বিশ্বকাঁপানো সেই গান ‘জামাল কুদু’। কথা হচ্ছে অ্যানিম্যাল ছবির। যে ছবিতে আবরারের চরিত্রে দেখা গিয়েছিল ববি দেওলকে। এবার সেই জামাল কুদুর প্রসঙ্গ টেনে নিজেই নিজেকে নিয়ে রসিকতা কাঞ্চন মল্লিকের। ইমেজ ভেঙে খানিক বেফাঁসও?
সম্প্রতি এক চ্যাট শো’য়ে গিয়েছিলেন কাঞ্চন। সেখানে যথারীতি তাঁর তিনটে বিয়ে, তা নিয়ে ট্রোল-মিম ইত্যাদি নানা প্রসঙ্গ উঠে আসে। প্রথম প্রথম এ নিয়ে খানিক বিচলিত হলেও কাঞ্চনের যেন এই সব সমালোচনা এখন অনেকটা গা সওয়া।
নিজেই হেসে বললেন, “জামাল কুদু গানটা তো আমিই গাইতে পারি, কারণ আমার ৩ টে বিয়ে।” পাশেই বসে ছিলেন শ্রীময়ী চট্টরাজ, যিনি সম্পর্কে কাঞ্চনের তৃতীয় স্ত্রী। হাসি দেখা গেল তাঁর মুখেও। উল্টে ট্রোলারদেরই একহাত নিলেন অভিনেত্রী।
View this post on Instagram
এ বছরই ১৪ ফেব্রুয়ারি দুম করে শ্রীময়ীকে বিয়ে করেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। শ্রীময়ী তাঁর থেকে বয়সে অনেকটাই ছোট, তা কাঞ্চন তাঁকে বিয়ে করায় তা নিয়ে কম ট্রোলিং হয়নি। তবে সে সবে পাত্তা না দিয়ে ভালই আছেন তাঁরা। কিছুদিন আগেই হনিমুন করতে উড়ে গিয়েছেন মালদ্বীপ। সেখান থেকেও একগুচ্ছ ছবি শেয়ার করেন। নতুন সংসার মন দিয়ে করছেন দু’জনে। বারেবারেই জানিয়েছেন বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমে।