‘আমার মিষ্টি স্বামী…’ কাঞ্চন-শ্রীময়ীর কাণ্ড ভাইরাল নেটপাড়ায়

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 16, 2024 | 12:21 PM

Kanchan-Sreemoyee: শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিককে নিয়ে আলোচনা কম হয় না। বিয়ের পরে এবং বিয়ের আগে তাঁরা যাই করেছেন তা নিয়ে বিপুল আলোচনা তৈরি হয়েছে। নভেম্বর মেয়ে হওয়ার পর সেই আলোচনা আরও বেড়ে গিয়েছে। তবে তাঁরা সব সময়ই বলেছেন কারও কথাকেই খুব একটা গুরুত্ব দিতে রাজি নন। তাই তো নিত্য দিনের বিভিন্ন মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখেন।

আমার মিষ্টি স্বামী... কাঞ্চন-শ্রীময়ীর কাণ্ড ভাইরাল নেটপাড়ায়
Image Credit source: instagram

Follow Us

শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিককে নিয়ে আলোচনা কম হয় না। বিয়ের পরে এবং বিয়ের আগে তাঁরা যাই করেছেন তা নিয়ে বিপুল আলোচনা তৈরি হয়েছে। নভেম্বর মেয়ে হওয়ার পর সেই আলোচনা আরও বেড়ে গিয়েছে। তবে তাঁরা সব সময়ই বলেছেন কারও কথাকেই খুব একটা গুরুত্ব দিতে রাজি নন। তাই তো নিত্য দিনের বিভিন্ন মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখেন। সেগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেও ভোলেন না। তেমনই এক মুহূর্ত নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিলেন কাঞ্চন-শ্রীময়ী। রবিবার রাতে এমনই একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেছেন তাঁরা। রবিবার মানেই ছুটির মেজাজ। মেয়েকে নিয়ে এমনিতেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন তাঁরা। তবে শুধু কি মেয়ে কৃষভির যত্ন নিলে হবে! তাই নতুন মা শ্রীময়ীরও যত্ন নিতে দেখা গেল কাঞ্চনকে।

ছবি দেখে বোঝা যাচ্ছে স্নান করে বেরিয়েছেন শ্রীময়ী। শীতকালে যাতে ঠান্ডা না লাগে তাই হেয়ার ড্রায়ার দিয়ে স্ত্রীয়ের চুল শুকিয়ে দিচ্ছিলেন। সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল। কেউ কেউ আবার মিমও তৈরি করে ফেলেছেন। ছোট ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, “আমার মিষ্টি স্বামী চুল শুকিয়ে দিচ্ছে।” উল্লেখ্য, অনেকবারই নিজেদের প্রেম প্রসঙ্গে মুখ খুলেছেন শ্রীময়ী। তিনি বলেন , কাঞ্চন খুব মুখচোরা। ও কোনওদিন বলেনি ভালবাসি। তখন আমি নাবালিকা হওয়া সত্ত্বেও একজন বিবাহিত পুরুষকে বলেছিলাম আমার ভাললাগে। তবে সেই সময় প্রেম-প্রেম ব্যাপার ছিল না। সেই সময় থেকেই বন্ধুত্ব ছিল। তা এখনও আছে।”

শ্রীময়ী আরও বলেন, “এখনও যদি কোনও কারণে কাউকে ভাল লাগল আমি ওকে বলি। তখন কাঞ্চন বলে এবার ভাললাগা কমা। এখন তো তুই মেয়ের মা হয়ে গিয়েছিস। আমাদের মধ্যে খুব ট্রান্সপারেন্সি আছে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমার ভাললাগে। আমি ওঁর সামনেও বলেছি।”

Next Article