কলকাতা: বিয়ে হয়েছে হয়তো সদ্য। তবে তাঁদের সম্পর্ক কিন্তু আজকের নয়। দীর্ঘ বারোটা বছর ধরে তাঁরা একে অপরকে চেনেন। ধীরে ধীরে একে অন্যকে বুঝতে শিখেছেন। কার কোনটা ভাল লাগে। কার কী পছন্দ। সবটাই…। নিজেদের সম্পর্কের সেই রসায়ন টিভি ৯ বাংলার সঙ্গে ভাগ করে নিলেন শ্রীময়ী চট্টোরাজ ও কাঞ্চন মল্লিক।
শ্রীময়ী জানিয়েছেন, তাঁদের সম্পর্ক আজকের নয়। বারো বছর আগে তাঁদের আলাপ। সেই সময় তিনি নাবালিকা হওয়া সত্ত্বেও কাঞ্চন বিবাহিত জেনেও তাঁকে বলেছিলেন যে কাঞ্চনকে তাঁর ভাল লাগে। অর্থাৎ তাঁদের বন্ধুত্ব কতখানি সেইটাই বুঝিয়েছেন শ্রীময়ী। আর বিয়ের পরও সেই বন্ধুত্ব একটুও কমেনি বলেই জানিয়েছেন তিনি। শ্রীময়ী বলেন, “কাঞ্চন খুব মুখচোরা। ও কোনওদিন বলেনি ভালবাসি। তখন আমি নাবালিকা হওয়া সত্ত্বেও একজন বিবাহিত পুরুষকে বলেছিলাম আমার ভাললাগে। তবে সেই সময় প্রেম-প্রেম ব্যাপার ছিল না। সেই সময় থেকেই বন্ধুত্ব ছিল। তা এখনও আছে।”
শ্রীময়ী আরও বলেন, “এখনও যদি কোনও কারণে কাউকে ভাল লাগল আমি ওকে বলি। তখন কাঞ্চন বলে এবার ভাললাগা কমা। এখন তো তুই মেয়ের মা হয়ে গিয়েছিস। আমাদের মধ্যে খুব ট্রান্সপারেন্সি আছে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমার ভাললাগে। আমি ওঁর সামনেও বলেছি।”