Jawan: ‘তোমার কাছে মাথা নত করলাম’, শাহরুখকে খোলাচিঠি কঙ্গনার, কী লিখলেন নায়িকা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 08, 2023 | 3:23 PM

Jawan: 'জওয়ান' মুক্তির পর থেকেই শাহরুখকে নিয়ে হর্ষধ্বনি চারিদিকে। তিনি যে কী করেছেন, তা তিনি নিজেও জানেন না, এমনটাই দাবি ভক্তদের।

Jawan: তোমার কাছে মাথা নত করলাম, শাহরুখকে খোলাচিঠি কঙ্গনার, কী লিখলেন নায়িকা?
মাথা নিচু কঙ্গনার!

Follow Us

সুযোগ পেলে বলিউডকে তুলোধনা করতে ছাড়েন না তিনি। রণবীর কাপুর থেকে আলিয়া ভাট– তাঁর টুইট বাণ থেকে বাদ যান না কেউই। সেই কঙ্গনা রানাওয়াতই ‘জওয়ান’ মুক্তি পাওয়ার পরেই একেবারে উল্টো সুর ধরেছেন। শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ তিনি। শুধু কি তাই প্রকাশ্যেই লিখলেন, “আপনার কাছে মাথা নত করলাম”। খোলাচিঠিতে তিনি আরও লেখেন, “নব্বই দশকের সেই প্রেমিক পুরুষের সেই দীর্ঘ সংগ্রাম, চল্লিশের শেষ এসে আবারও দর্শকের সঙ্গে যোগসূত্র মজবুত করার এক মরিয়া চেষ্টা… অবশেষে ৬০ ছোঁয়ার আগে সাধারণের হিরো হয়ে রাজকীয় উত্থান… সিনেমার হিরোর চেয়ে কম কিছু নয়।” কঙ্গনা যোগ করেন, “মনে আছে ওঁরা শাহরুখের সম্পর্কে কত কিছু লিখেছিলেন, তাঁর সংগ্রাম হয়ে উঠেছিল উপহাসের পাত্র। কিন্তু প্রতিটি শিল্পীর কাছে যে পরিশ্রমের কোনও বিকল্প হয় না। এসআরকে হলেন সিনেমার ভগবান। শুধু মাত্র তাঁর ডিম্পল অথবা আলিঙ্গন নয়, সিনেমা ইন্ডাস্ট্রিতে বাঁচাতে তাঁকে দরকার। আপনার অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং নম্রতার কাছে মাথা নত করলাম কিং খান”।

তবে শুধু কি কঙ্গনা? ‘জওয়ান’ মুক্তির পর থেকেই শাহরুখকে নিয়ে হর্ষধ্বনি চারিদিকে। তিনি যে কী করেছেন, তা তিনি নিজেও জানেন না, এমনটাই দাবি ভক্তদের। সারা বিশ্বে ইতিমধ্যেই এই ছবি আয় করে ফেলেছে ৭৫ কোটি টাকা। হ্যাঁ, প্রথম দিনেই এত টাকা আয় বোধহয় ধারণা করতে পারেননি নির্মাতারা। ‘বুড়ো হাড়ের ভেলকি’, মারকাটারি অ্যাকশনে বুঁদ আট থেকে আশি। শুধু শাহরুখ নন, ছবিতে রয়েছে নয়নতারা থেকে শুরু করে বিজয় সেতুপতি। বিশেষ চরিত্রে ছাপ ফেলেছেন দীপিকা পাড়ুকোনও।

Next Article