AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কৃষকদের প্ররোচিত করে, হাওয়া হয়ে গেছে দিলজিৎ-প্রিয়াঙ্কা: কঙ্গনা

কঙ্গনা ফের টুইট করে লেখেন প্ররোচিত করার জন্য সেলিব্রিটিদের কোনও ধরনের তদন্ত বা মামলার মুখোমুখি হওয়া কি উচিত?

কৃষকদের প্ররোচিত করে, হাওয়া হয়ে গেছে দিলজিৎ-প্রিয়াঙ্কা: কঙ্গনা
কঙ্গনা- দিলজিৎ- প্রিয়াঙ্কা
| Updated on: Dec 16, 2020 | 5:02 PM
Share

আবার কঙ্গনার রাণাওতের নাম উঠে এল শিরোনামে। আবার এক নতুন কন্ট্রোভার্সিতে জড়াল কঙ্গনার নাম। পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা দিলিজিৎ দোসঞ্জ এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কৃষকে আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন। কৃষকদের দাবিকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে কঙ্গনা একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে আন্দোলনকারী কৃষকদের কৃষি বিল সংক্রান্ত প্রশ্ন করা হচ্ছে, এবং তাঁরা সঠিকভাবে উত্তর দিতে পারছেন না। ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওটি রিটুইট করে কঙ্গনা লেখেন, ‘আমি চাই দিলিজিৎ দোসঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়া যারা লোকাল অ্যাক্টিভিস্টস হয়ে উঠেছে, তারা একটি ভিডিও বানিয়ে কৃষকদের বলুক যে কী কারণে তাঁরা এই আন্দোলনে সামিল হয়েছেন। তাঁরা দু’জনে কৃষকদের প্ররোচিত করে, হাওয়া হয়ে গেছে। আর এখন দেখুন কৃষকদের এবং দেশের কী হাল।”

তিনি ফের টুইট করেন যে কৃষকদের প্ররোচিত করার জন্য এই সেলিব্রিটিদের কোনও ধরনের তদন্ত বা মামলার মুখোমুখি হওয়া উচিত কি না।

আরেক টুইটে কঙ্গনা লেখেন, “ধর্না আন্দোলনে প্রায় ৭০,০০০ কোটি টাকার ক্ষয় হয়েছে। অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। প্রতিবেশী শিল্প এবং ছোট কারখানাগুলিতে দাঙ্গার কারণ হতে পারে এই আন্দোলন। দিলিজিৎ দোসঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়া আপনারা বুঝতে পারছেন কার্যকলাপ কী ভয়ঙ্কর পরিণতি আনতে চলেছে? এর ক্ষতিপূরণ কে দেবে?”

দিলজিৎ দোসঞ্জ অবশ্য কঙ্গনার টুইটের সরাসরি কোনও প্রতিক্রিয়া জানাননি, তবে তিনি টুইট করে লেখেন, “শুনুন, লেজকে কখনও সোজা করা যায় না। এখন নিশ্চিত হলাম।”