AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মদ্যপ অবস্থায় বেপরোয়া গতি, একের পর এক গাড়িতে ধাক্কা! পুলিশের জালে নায়ক

ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে সামনে দাঁড়িয়ে থাকা আরও তিনটি গাড়ি পরপর একে অপরকে ধাক্কা মারে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মধ্যে দুটি সুইফট ডিজায়ার এবং একটি সরকারি গাড়ি রয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হালসুর ট্রাফিক পুলিশ।

মদ্যপ অবস্থায় বেপরোয়া গতি, একের পর এক গাড়িতে ধাক্কা! পুলিশের জালে নায়ক
| Updated on: Jan 29, 2026 | 1:29 PM
Share

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটালেন কন্নড় সিনেমার পরিচিত মুখ ময়ূর প্যাটেল। বুধবার রাতে বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডে তাঁর বিলাসবহুল গাড়িটির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অন্তত চারটি গাড়ি। ঘটনার সময় অভিনেতা মদ্যপ ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১০টা নাগাদ কমান্ডো হসপিটাল সিগন্যালের কাছে দুর্ঘটনাটি ঘটে। সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে ময়ূর প্যাটেলের দ্রুতগামী টয়োটা ফরচুনার (Toyota Fortuner)। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে সামনে দাঁড়িয়ে থাকা আরও তিনটি গাড়ি পরপর একে অপরকে ধাক্কা মারে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মধ্যে দুটি সুইফট ডিজায়ার এবং একটি সরকারি গাড়ি রয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হালসুর ট্রাফিক পুলিশ। পুলিশ আধিকারিকরা ময়ূর প্যাটেলের ব্রেথ অ্যানালাইজার টেস্ট (Breath Analyser Test) করলে মদ্যপানের প্রমাণ মেলে। বেপরোয়া গতি এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই বিপত্তি বলে সন্দেহ করছে পুলিশ।

Arijit (7)

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলির চালকরা অভিনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করেছে এবং ময়ূরের ফরচুনার গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, কন্নড় চলচ্চিত্র জগতে বেশ পরিচিত নাম ময়ূর প্যাটেল। একজন দায়িত্বশীল নাগরিক এবং তারকা হয়েও এমন কাণ্ডজ্ঞানহীন আচরণে ক্ষোভ উসকে দিয়েছে স্থানীয় মহলে। ঘটনার পরবর্তী তদন্ত শুরু করেছে ট্রাফিক পুলিশ।