
রবিবার সকালেই এক মনখারাপ করা খবর দিলেন অভিনেত্রী কন্যাকুমারী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া এক এক আবেগঘন পোস্টে জানালেন— তাঁর মা ক্যানসারে আক্রান্ত। তবে আশার কথা, এখন দ্বিতীয় পর্যায়ে (স্টেজ ২) রয়েছে, ফলে সুস্থ হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে বলেই মনে করছেন চিকিৎসকরা। এদিন মায়ের সঙ্গে এক আদুরে ছবি পোস্ট করে কন্যাকুমারী লেখেন, “কাল মায়ের বায়োপসি রিপোর্ট এল। মা ম্যালিগন্যান্ট। তবে স্টেজ ২। স্টেজ ২ মানেই লড়ার সুযোগ এখনও আছে। কেমোথেরাপির মাধ্যমে ক্যানসারের কোষ ধ্বংস করা যায়, যাতে তারা ফিরে না আসে।” তিনি আরও লেখেন, “সব কিছুই নির্ভর করছে আরও কিছু বিষয়ের ওপর, যেমন—মায়ের ডায়াবেটিস আর ওবেসিটি নিয়ন্ত্রণ। তবুও বলব, এতটা জলে পড়িনি যে কিছু করার নেই। আমরা লড়ছি, এবং এই লড়াই চলবে।”
কন্যাকুমারী তাঁর পোস্টে আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ বন্ধু এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান যাঁরা এই কঠিন সময় পাশে ছিলেন। পাশাপাশি, তিনি ধন্যবাদ জানান তাঁর অনুরাগীদেরও। সকলেই প্রার্থনা করে তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি আরও লেখেন, আরও লাগবে বুঝলেন, অনেক অনেক লাগবে। যতই উন্নতি হবে, খবর দেব। আমার মায়ের জন্যে একটু প্রার্থনা করবেন। পোস্টে অভিনেত্রীর দৃঢ় বার্তা, “আমার মা একটা নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন—কেমোথেরাপির। এতটা পথ যখন নির্বিঘ্নে পার করেছি, বাকিটাও পারব। পারতেই হবে।”