গত ১ ফেব্রুয়ারি ছেলের বাবা হয়েছেন কপিল শর্মা (Kapil Sharma)। এতদিন পর্যন্ত ছেলের নাম প্রকাশ করেননি তিনি। এ বার কপিল এবং তাঁর স্ত্রী গিন্নি ছত্রাত তাঁদের ছেলের নাম প্রকাশ্যে ঘোষণা করলেন। দম্পতি ছেলের নাম রেখেছেন ত্রিশান।
আসলে দিন কয়েক আগে কপিলকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে গায়িকা নীতি মোহন লেখেন, ‘হ্যাপি বার্থডে কপিল। তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক ভালবাসা। এ বার তো ছেলের নাম বলে দাও।’
এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই কপিল টুইট করেন, ‘ধন্যবাদ। আশা করি তুমি নিজের খেয়াল রাখছ। আমরা ওর নাম রেখেছি ত্রিশান।’
Thank you neeti ?❤️ hope ur taking well care of urself ? we named him trishaan ???? https://t.co/776HlHVm0f
— Kapil Sharma (@KapilSharmaK9) April 4, 2021
জনপ্রিয় টেলিভিশন শো ‘দ্য কপিল শর্মা’ চলতি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বন্ধ হয়ে গিয়েছিল। জনপ্রিয় শো বন্ধ হয়ে যাওয়ার কারণ নিয়ে বিভিন্ন জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। কপিল নিজে অবশ্য পারিবারিক কারণের কথাই বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, স্ত্রী এবং দুই সন্তানকে সময় দেওয়া তাঁর প্রায়োরিটি। তিনি সে দায়িত্ব পালন করেছেন। তবে ফের পেশাদারি দায়িত্ব সামলাতে কাজে ফিরছেন বলে খবর।
শোনা যাচ্ছে, ফের নাকি শুরু হতে চলেছে ‘দ্য কপিল শর্মা’ শো। দর্শকের জন্য সুখবর তো বটেই! সূত্রের খবর, আগামী মে মাসে ফের চালু হবে ‘দ্য কপিল শর্মা’ শো। এই শো-এর অন্যতম অভিনেতা কৃষ্ণা অভিষেকও তেমনই আভাস দিয়েছেন।
আরও পড়ুন, হলুদ ট্যাক্সির মনকেমন নিয়ে আসছে নতুন ধারাবাহিক
২০১৮-র ডিসেম্বরে জলন্ধরে বিয়ে করেছিলেন কলেজ জীবনের দুই বন্ধু কপিল এবং গিন্নি। ২০১৯-এ জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আনায়রার। এখন পরিবারের লাইমলাইট কেড়ে নিয়েছে ত্রিশান।