রাজ কাপুরের ১০০ বছরের জন্মদিন, বিশেষ উদযাপন কাপুর পরিবারের

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 13, 2024 | 11:37 PM

Kapoor Family: ১৪ ডিসেম্বর বর্ষীয়ান অভিনেতা রাজ কাপুরের জন্মদিন। অভিনেতার জন্মবার্ষিকীর আগে তাঁর জন্মবার্ষিকী উদযাপন করল গোটা কাপুর পরিবার। উপস্থিত হয়েছিলেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট-রণবীর কাপুর, নীতু কাপুর-সহ গোটা পরিবার। শনিবার , ১৪ ডিসেম্বর কাপুর পরিবারের পক্ষ থেকে বর্ষপূর্তি উদযাপন করা হবে।

রাজ কাপুরের ১০০ বছরের জন্মদিন, বিশেষ উদযাপন কাপুর পরিবারের

Follow Us

১৪ ডিসেম্বর বর্ষীয়ান অভিনেতা রাজ কাপুরের জন্মদিন। অভিনেতার জন্মবার্ষিকীর আগে তাঁর জন্মবার্ষিকী উদযাপন করল গোটা কাপুর পরিবার। উপস্থিত হয়েছিলেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট-রণবীর কাপুর, নীতু কাপুর-সহ গোটা পরিবার। শনিবার , ১৪ ডিসেম্বর কাপুর পরিবারের পক্ষ থেকে বর্ষপূর্তি উদযাপন করা হবে।

১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৪ টি শহর জুড়ে ১০১ টি সিনেমা হলে রাজ কাপুর অভিনীত আইকনিক সিনেমাগুলি প্রদর্শিত হবে। যার উদ্বোধনে শুক্রবার দেখা গেল গোটা কাপুর পরিবারকে। অসাধারণ সেজেগুজে এসেছিলেন প্রত্যেকে। কে কাকে দেখবে সেটা বোঝা দায় উঠেছিল। থিম সাদা-কালো। নজর কেড়েছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট। মূল আকর্ষণ ছিল রণবীরের গোঁফ। যা দেখে সকলেরই রাজ কাপুরের কথা মনে পড়ে যায়। তবে আলিয়ার সাজগোজ ছিল একেবারে ছিমছাম।

এদিন সাদা কুর্তায় সেজেছিলেন ঋধিমা কাপুর। অন্য দিকে রণবীর কালো রুর্তা-পাজামার সঙ্গে নেন লাল রঙের শাল। আর সইফের কালো স্যুট সেট। শাড়িতে এসেছিলেন করিশ্মা কাপুর। করিনার গায়ে লাল সরু পারের পালাজো সেট। উল্লেখ্য, দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত রাজ কাপুরের ১০টি প্রথম সারির ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। টিকিটের দাম ধার্য করা হয়েছে মাত্র ১০০ টাকা। তাই একে বলা হচ্ছে রাজ কাপুর@১০০। প্রয়াত অভিনেতার যে সিনেমাগুলি দেখা যাবে তা হল আগ (১৯৪৮), বরসাত (১৯৪৯), আওয়ারা (১৯৫১), শ্রী ৪২০ (১৯৫৫), জাগতে রহো (১৯৫৬), জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায় (১৯৬০), সঙ্গম (১৯৬৪), মেরা নাম জোকার (১৯৭০), ববি (প্রযোজিত-পরিচালিত, ১৯৭৪) এবং রাম তেরি গঙ্গা মইলি (প্রযোজিত-পরিচালিত, ১৯৮৫)।

Next Article