কফি উইথ করণ শো ঘিরে বরাবরই বিতর্ক থাকে তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই শো-এর প্রতিটা এপিসোডে কিছু না কিছু মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় চর্চা। তর্ক বিতর্ক থেকে শুরু করে ট্রোলিং, রোস্টিং কিছুই তালিকা থেকে বাদ পড়ে না। সেলেবদের নিয়ে নানা মজা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে রসালো প্রশ্নতেই নাকি চরম আপত্তি নেটিজেনদের। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই কটাক্ষের এবার সপাট জবাব দিলেন করণ জোহর। সাফ জানিয়ে দিলেন, তিনি এই প্রসঙ্গ মুখে কুলুপ এঁটেছেন এমনটা নয়। বরং তাঁরও এর সাপেক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে।
করণের কথায়, এই শো-এর মজাও সবাই নেবেন, আবার সমালোচনাও করবেন! এই শো যদি এতটাই অপছন্দের হয় তবে দেখার কি প্রয়োজন রয়েছে বলেই এবার প্রশ্ন তোলেন করণ জোহর। কেউ কেউ মন্তব্য করে থাকেন সেক্স লাইফে কোনও বিশেষ গল্প নেই বলেই ডাক আসে না কফি উইথ করণ থেকে। কেউ আবার বলেন যে তিনি বিতর্কে জড়াতে চান না বলেই কফি উইথ করণে আসেন। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবদের মন্তব্যের সাপেক্ষে এবার মুখ খুললেন করণ জোহর। সকলেই নিজের মন্তব্য উগরে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই শো-এর এত ভিউ কথা থেকে আসছে।
এমনটাই প্রশ্ন এবার করণের মুখে। শো-এর প্রথমদিনই ১২ মিলিয়ন ভিউ হয়েছিল, যা রীতিমত ঝড় তুলেছিল সর্বত্র। প্রথমটায় শোনা গিয়েছিল যে এই শো যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে, সেই কারণেই এই শো ঘিরে শুরু নয়া চর্চা, কোনও সেলেবই নাকি আসতে চাইছেন না এই শো দেখতে। এমনটাই সপাট মন্তব্য করে বসেন অনেকেই। প্রোমোতেই সেই ছবি ছিল বর্তমান। তবে আদপে যে তা সত্য নয়, শো শুরু হতে, তার জনপ্রিয়তা চোখে পড়তেি স্পষ্ট হয়ে যায়।