প্রেমের সম্পর্কে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ করণ কুন্দ্রা এবং ভিজে অনুষা দান্ডেকর। তবে সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। সম্পর্ক ভেঙেছে। এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি তাঁরা। তবে এ বার ব্রেক আপ নিয়ে মুখ খুললেন করণ।
করণ এবং অনুষা গত তিন বছর ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু গত বছর তাঁদের ব্রেকআপ হয়ে যায়। শোনা যায়, অনুষা এখন অভিনেতা জ্যাসন শাহর সঙ্গে প্রেম করছেন। সোশ্যাল মিডিয়ায় পরোক্ষে এর আগে অনুষার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছিলেন করণ। তবে এ বার তিনি প্রকাশ্যে জানালেন, তাঁদের সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা ছিল না। পুরনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর এখনও পর্যন্ত তিনি নতুন কোনও সম্পর্কে জড়াননি বলেও জানিয়েছেন করণ।
করণের কথায়, “আমি দুই পরিবারের কথা ভেবে একদিন চুপ করে ছিলাম। ও যা বলেছে সেটা ওর মতামত। আমি অনেক কিছুই বলতে পারতাম। কিন্তু বলিনি। সেটা আমার স্বভাব নয়। প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল আমাদের। তারপরও ও আমার বিরুদ্ধে যা সব বলেছে, সে সব শুনে হাসি পেয়েছে। কেউ কারও সম্পর্কে এত বিদ্বেষ কীভাবে তৈরি করতে পারে? আমি তো অনুষার থেকে অনেক কিছু শিখেছি। ওর এবং ওর পরিবারের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।”
আরও পড়ুন, করোনা এবং করিনা, একসঙ্গে সামলাতে হয়েছে: আমির খান
করণ আরও জানান, তাঁকে ভাল রাখার সব রকম চেষ্টা করেছেন তাঁর প্রিয়জনেরা। কিন্তু এখনও পর্যন্ত বিশেষ কোনও সম্পর্ক তৈরি হয়নি। তিনি জানিয়েছেন, সম্পর্ক থেকে বিশ্বাস চলে গিয়েছে তাঁর। ফের আবার কোনও সম্পর্কে বিশ্বাস করতে পারলে, তিনি নিশ্চয়ই এগোবেন। তাঁর অভিযোগ, সমাজে তাঁর যে অবস্থান তা থেকে টেনে নামানোর চেষ্টা করেছেন অনুষা। তাঁর আরও অভিযোগ, তাঁর বিরুদ্ধে অনুষা নাকি মিথ্যে কথা বলেছেন। সে সব নিয়ে তিনি এতদিন পর প্রকাশ্যে কথা বললেন। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষেত্রে অনুষাকে আলাদা করে দায়ী করে কোনও কথা বললেনি করণ।