‘অতীত ভার্সেস বর্তমান’, তেজয়কে বিবাহবার্ষিকী শুভেচ্ছা করণভীরের

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 23, 2021 | 12:14 PM

২০০৬-এ বিয়ে করেছিলেন করণভীর এবং তেজয়। তারপর তাঁদের জীবনে তিন কন্যা সন্তান এসেছে। রায়া, ভিয়েনা এবং গিয়ার গর্বিত বাবা-মা তাঁরা। এই মুহূর্তে সন্তানদের নিয়ে কানাডায় রয়েছেন দম্পতি।

‘অতীত ভার্সেস বর্তমান’, তেজয়কে বিবাহবার্ষিকী শুভেচ্ছা করণভীরের
বিয়ের সময় দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

১৪ বছর। নেহাত কম সময় নয়। একসঙ্গে দু’টো মানুষ ১৪ বছর ধরে রয়েছেন মানে, তাঁদের মধ্যে বন্ধুত্বটা খুবই মজবুত। সত্যিই হিন্দি টেলিভিশনের জনপ্রিয় দুই অভিনেতা করণভীর ভোরা (Karanvir Bohra) এবং তেজয় সিধুর (Teejay Sidhu) দাম্পত্য সম্পর্কের আগে থেকেই তাঁরা বন্ধু। সেই বন্ধুত্বের বন্ধনেই ১৪ বছর একসঙ্গে কাটিয়ে দিলেন তাঁরা।

২০০৬-এ বিয়ে করেছিলেন করণভীর এবং তেজয়। তারপর তাঁদের জীবনে তিন কন্যা সন্তান এসেছে। রায়া, ভিয়েনা এবং গিয়ার গর্বিত বাবা-মা তাঁরা। এই মুহূর্তে সন্তানদের নিয়ে কানাডায় রয়েছেন দম্পতি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তেজয়কে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন করণভীর। নিজেদের দু’টি ছবি শেয়ার করেছেন করণভীর। একটি তাঁদের বিয়ের সময় তোলা। অন্যটি এখনকার। কিন্তু দু’টি ছবিতেই একই রকম কায়দায় দাঁড়িয়ে রয়েছেন দম্পতি। করণভীর লিখেছেন, ‘কেমন ছিলাম ভার্সেস কেমন আছি। হ্যাপি কানাডিয়ান অ্যানিভার্সারি ডার্লিং।’

২০১৬-এ যমজ কন্যা সন্তান বীণা এবং রায়ার জন্ম দেন তেজয়। ২০২০-তে জন্ম হয় গিয়ার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের গিয়ার জন্মের খবর জানিয়েছিলেন করণভীর। তিনি লিখেছিলেন, ‘আমি যে কতটা খুশি, তা বলে বোঝাতে পারব না। আমি তিন কন্যার বাবা…ইয়াহু! জীবনে এর থেকে ভাল কিছু হতে পারে না। আমার পৃথিবী, আমার জীবন শাসন করবে তিন রানি। আমার জীবনে এই পরীদের দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমি যথাসাধ্য যত্ন নেব। কারণ ওরাই আমার তিন দেবী- লক্ষ্মী, সরস্বতী এবং পার্বতী।’

অতিমারির আবহে সন্তানসম্ভবা হয়েছিলেন তেজয়। গিয়াকে জন্ম দিতে সপরিবার কানাডায় চলে গিয়েছিলেন তিনি। আপাতত তিন মেয়েকে নিয়ে ব্যস্ত অভিনেত্রী। মেয়েরা কিছুটা বড় হলে ফের কাজে ফেরার পরিকল্পনা করবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন।

আরও পড়ুন, অভিনেত্রী অনন্যা বিশ্বাসের জীবনে সুখবর, কী জানেন?

Next Article