অভিনেত্রী অনন্যা বিশ্বাসের জীবনে সুখবর, কী জানেন?

‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য। রয়েছেন রুবেল দাসও। তবে অনন্যাকে দেখা যাবে একেবারে ভিন্ন ভূমিকায়।

অভিনেত্রী অনন্যা বিশ্বাসের জীবনে সুখবর, কী জানেন?
অনন্যা বিশ্বাস।
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 11:54 AM

অনন্যা বিশ্বাস (Anannya Biswas)। বাংলা টেলিভিশনের দর্শকের কাছে পরিচিত মুখ। নেগেটিভ বা গ্রে শেডের চরিত্রে নিজের পারফরম্যান্স দিয়ে দর্শকের কুর্নিশ আদায় করে নিয়েছেন অনন্যা। আপাতত ধারাবাহিক ‘বরণ’-এ তাঁর অভিনয় দেখেন দর্শক। এ বার থেকে দেখতে পাবেন আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’তেও।

‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য। রয়েছেন রুবেল দাসও। তবে অনন্যাকে দেখা যাবে একেবারে ভিন্ন ভূমিকায়। তাঁর এত বছরের কেরিয়ারে এখনও পর্যন্ত এই ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। অনন্যার চরিত্রের নাম তাথৈ। মিউজিকের প্রতি যাঁর আলাদা ভালবাসা রয়েছে। তবলা, ঢাকের মতো বেশ কিছু বাদ্যযন্ত্র বাজাতে পারেন তিনি। যমুনার সঙ্গে অনস্ক্রিন সম্পর্ক কেমন হবে তাথৈয়ের তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

আরও পড়ুন, জীবনের অ্যাচিভমেন্ট কী? শুভশ্রী বললেন…

দেবযানী চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, চাঁদনী সাহার মতো শিল্পীদের অভিনয়ে সমৃদ্ধ ‘যমুনা ঢাকি’। অনন্যার চরিত্র একেবারে আলাদা টুইস্ট নিয়ে আসবে বলে টেলিপাড়া সূত্রে খবর। আদতে হলদিয়ার মেয়ে অনন্যা ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেন। এরপর ‘টাপুর টুপুর’, ‘কে আপন কে পর’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় দক্ষতায় দর্শক মনে দাগ কেটেছেন। এ বার ‘যমুনা ঢাকি’তেও তিনি আগের মতোই পারফরম্যান্স বজায় রাখতে পারেন কি না, সেটাই এখন দেখার।