
আগের থেকে অনেকটাই সুস্থ সইফ আলি খান। এমনকী, সম্প্রতি নেটফ্লিক্সের অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন বলিউডের ছোটে নবাব। কিন্তু ১৫ জানুয়ারির মাঝ রাতে সইফের উপর হামলার ঘটনায় রহস্য বেড়েই চলেছে। সিসিটিভি ফুটেজ, করিনা, সইফের বয়ানের পরও গোটা মামলায় ধোঁয়াশা কাটছে না। ঠিক এমন সময়ই সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে বসলেন করিনা কাপুর খান। করিনার পোস্ট দেখে অনেকেই মনে করছেন, সইফের উপর এই হামলার নেপথ্যে নাকি করিনার হাত রয়েছে!
করিনা তাঁর ইনস্টাগ্রামে বিয়ে, ডিভোর্স, সম্পর্ক নিয়ে একটি পোস্ট করেছেন। অনুরাগীরা যার সঙ্গে সইফের উপর হামলার যোগ পেয়েছেন। শুধু তাই নয়, অনেকেই করিনার এই পোস্টে বিয়ে ভাঙার ইঙ্গিত পেয়েছেন।
তা ঠিক কী লিখেছেন করিনা?
করিনা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখলেন, ”বিয়ে, ডিভোর্স, ভয়, শিশুর জন্ম, কাছের মানুষের মৃত্যু, এসব বিষয় আপনি কখনওই বুঝতে পারবেন না। যতক্ষণ না আপনার সঙ্গে এসব বিষয় হচ্ছে, আপনি ততক্ষণ বুঝবেন না। জীবনের এই অধ্যায়গুলো নিয়ে কল্পনা যা করা হয়, বাস্তবে তা কিন্তু নয়। হয়তো নিজেকে বেশি চালাক মনে হচ্ছে। তারপর হঠাৎই মাটিতে পা পড়বে আপনার।” করিনা এমন কেন লিখেছেন, তা অবশ্য স্পষ্ট নয়। তবে করিনার এই পোস্ট নিয়ে বলিপাড়ায় তুমুল উত্তেজনা।
১৫ জানুয়ারি, বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ আলি খান। তাঁর উপর আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে বলিউড তারকার উপর আঘাত করেন সেই ব্যক্তি। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সইফ আলি খানকে। ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন সইফ।
পুলিশের কাছে বয়ান রেকর্ড করার সময় সেই রাতের ঘটনার বিবরণ দিয়েছেন সইফপত্নী করিনা কাপুর খান। অভিনেত্রী বলেন, “আক্রমণকারী মারাত্মক হিংস্র। নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল সইফের উপরে। এলোপাথাড়ি কোপাচ্ছিল।” করিনা আরও জানিয়েছেন, তাঁরা সবাই এখনও খুবই দুশ্চিন্তায়। ছোট ছেলে জেহের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ রয়েছে।