AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রেগন্যান্সির শেষ পর্যায়ে কোন খাবারের ক্রেভিং? ছবি শেয়ার করলেন করিনা

সূত্রের খবর, প্রেগন্যান্সির প্রথম পর্যায়ে নাকি চিকিৎসকের পরামর্শ মতো অনেক কিছুই খাওয়া বারণ ছিল করিনার। তবে প্রেগন্যান্সির শেষ পর্যায়ে প্রায় সব কিছুই খাওয়ার অনুমতি মিলেছে তাঁর।

প্রেগন্যান্সির শেষ পর্যায়ে কোন খাবারের ক্রেভিং? ছবি শেয়ার করলেন করিনা
করিনা কাপুর খান।
| Edited By: | Updated on: Feb 20, 2021 | 3:07 PM
Share

গত কয়েকদিন ধরেই ট্রেন্ডে রয়েছেন বলি (bollywood) অভিনেত্রী (actress) করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। দ্বিতীয় সন্তানের জন্ম আসন্ন। সে কারণেই করিনা লাইমলাইটে থাকবেন, এ তো স্বাভাবিক। অনেকে বলছেন, ইচ্ছে করেই নাকি দ্বিতীয় সন্তানের ডিউ ডেট নিয়ে মিডিয়ার কাছে ধোঁয়াশা তৈরি করেছেন করিনা এবং সইফ। কখনও তাঁদের নতুন বাংলোতে গিফট আসছে। সেই গিফটের রং দেখে আগত সন্তান ছেলে নাকি মেয়ে, সেই জল্পনাও তৈরি হয়েছে। কখনও বা করিনা নিজেই শেয়ার করছেন তাঁর ডিনারের মেনু।

সূত্রের খবর, প্রেগন্যান্সির প্রথম পর্যায়ে নাকি চিকিৎসকের পরামর্শ মতো অনেক কিছুই খাওয়া বারণ ছিল করিনার। তবে প্রেগন্যান্সির শেষ পর্যায়ে প্রায় সব কিছুই খাওয়ার অনুমতি মিলেছে তাঁর। করিনার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বিরিয়ানি, পরোটা, কাবাব রয়েছে মেনুতে।

food

করিনার শেয়ার করা সেই খাবারের ছবি। ইনস্টাগ্রামের সৌজন্যে।

কখনও করিনার বাবা, মা অর্থাৎ রণধীর কাপুর এবং ববিতা চার্চে প্রার্থনা করছেন। কখনও বা দিদি করিশ্মা কাপুর এবং সইফ আলি খান, অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান করিনার সঙ্গে দেখা করতে গিয়েছেন। এ সব দেখেই স্পষ্ট, সময় আসন্ন। শুক্রবার সকালেও তৈমুরের সঙ্গে দেখা গিয়েছে করিনাকে।

প্রেগন্যান্সি পিরিয়ডে নিয়ম করে যোগাভ্যাস করেছেন করিনা। এ বিষয়ে অবশ্যই হবু মায়েদের চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। কারণ তাঁর শরীরের জন্য যেটা উপযুক্ত, সেটা বাকিদের ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। তবে গর্ভস্থ সন্তান এবং মা উভয়ের শরীর ভাল রাখতে যোগাভ্যাসের অভ্যেস গড়ে তোলার প্রতি জোর দিয়েছেন তিনি।

আরও পড়ুন, নকল মানুষদের আমি পছন্দ করি না: দেবলীনা কুমার

প্রথম সন্তান অর্থাৎ তৈমুরের জন্মের পর দ্রুত ফ্লোরে ফিরেছিলেন করিনা। এ বারও সব কিছু ঠিক থাকলে দ্রুত কাজ শুরু করে দিতে চান। করোনা পরিস্থিতির কারণে বাড়ির বাইরে বেরনো নিয়ন্ত্রণ করেছেন বটে, তবে বহু শুটিং সেরেছেন বাড়ি থেকেই। যে কোনও পরিস্থিতিতেই কাজের মধ্যে থাকলে সুস্থ থাকা যায়, এমনটাই মনে করেন করিনা। আপাতত দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি।