Viral Video: মায়ের ওপর এত রাগ! ক্যামেরার সামনেই করিনার সঙ্গে এ কী করল ছোট্ট জেহ?

Kareena Kapoor Khan: একের পর এক পোস্টে তাদের নানা ছবি ভাইরাল হতে দেখা যায়। তবে তার মধ্যে এমন কিছু ফ্রেমও থাকে যা নিয়ে রীতিমত চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকে করিনা সন্তান। একবার রীতিমত তৈমুরকে কুকথা বলতে শোনা যায়। ক্যামেরায় সেই মুহূর্ত ধরাও পড়ে। এবার পালা জেহর। 

Viral Video: মায়ের ওপর এত রাগ! ক্যামেরার সামনেই করিনার সঙ্গে এ কী করল ছোট্ট জেহ?
Follow Us:
| Updated on: Aug 13, 2024 | 7:54 PM

ছোট্ট জেহ। করিনা কাপুর খান ও সইফ আলি খানের দ্বিতীয় সন্তান। জেহ আলি খান। যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানা ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায়। পাতৌদি পরিবারের ছোট্ট সদস্য সে। জন্ম লগ্ন থেকেই খবরের শিরোনামে জেহ আলি খান ও তৈমুর আলি খান। প্রথম থেকেই সকলের মন জয় করেছে তারা। সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। একের পর এক পোস্টে তাদের নানা ছবি ভাইরাল হতে দেখা যায়। তবে তার মধ্যে এমন কিছু ফ্রেমও থাকে যা নিয়ে রীতিমত চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকে করিনা সন্তান। একবার রীতিমত তৈমুরকে কুকথা বলতে শোনা যায়। ক্যামেরায় সেই মুহূর্ত ধরাও পড়ে। এবার পালা জেহর।

ছোট্ট জেহকে নিয়ে কোথাও একটা যাচ্ছিলেন করিনা কাপুর খান। কিন্তু মায়ের ওপর যে সে বেজায় রেগে তা তার মুখ দেখেই বোঝা গেল। মা গায়ে হাত দিতেই সে বিরক্ত। নিজেকে কিছুটা সরিয়ে নিল। তারপর মা ডাকলেও সেভাবে দিল না সাড়া। বরং তাকে বলতে শোনা গেল NO। এই ভিডিয়ো ভাইরাল হতেই সকলের নজরে জেহর মেজাজ। পাতৌদি পরিবারের মেজাজ পেয়েছে তারা। দুই সন্তানকেই হুবহু সইফ আলি খানের মতোই দেখতে।

দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে জেহ ও তৈমুর। মাঝে মধ্যেই মা-বাবা কিংবা ন্যানির সঙ্গে দেখা মেলে তাদের। কখনও স্কুল পথে, কখনও আবার বাড়ি থেকে মা-বাবার সঙ্গে ঢোকা বেরনোর পথে ফ্রেমবন্দি হয় তারা। পাপারাৎজিদের সঙ্গে গভীর হচ্ছে সম্পর্ক। সহজ হচ্ছে দুই সন্তান। ক্যামেরা দেখে হাতও নাড়তে দেখা যায় তাদের।