‘থ্যাঙ্ক উই মাই লভ…’, সইফ নন, তবে কার জন্য লিখলেন করিনা?

করিনাকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল প্রয়াত ইরফান খানের সঙ্গে ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে। আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’র কাজও শেষ করেছেন তিনি। এখনও পর্যন্ত নতুন কোনও ছবির ঘোষণা করেননি করিনা।

‘থ্যাঙ্ক উই মাই লভ...’, সইফ নন, তবে কার জন্য লিখলেন করিনা?
করিনা কাপুর খান।
Follow Us:
| Updated on: Apr 04, 2021 | 8:33 PM

বন্ধুদের মধ্যে উপহার আদান প্রদানের পালা চলতেই থাকে। আর প্রিয় বন্ধুর থেকে উপহার পেলে তা তো স্পেশ্যাল হবেই। সদ্য তেমনই এক বন্ধুর থেকে এক বাক্স চকোলেট উপহার পেলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। বন্ধুকে প্রকাশ্যে ধন্যবাদও জানিয়েছেন তিনি। জানেন, করিনার সেই প্রিয় বন্ধুটি কে?

করিনা এবং তাঁর গার্ল গ্যাং বলিউডে অত্যন্ত পরিচিত। সেই গ্যাংয়ে করিনা ছাড়াও রয়েছেন তাঁর দিদি করিশ্মা কাপুর এবং আরও দুই সেলেব বোন মালাইকা আরোরা এবং অমৃতা আরোরা। আজ রবিবার, ইস্টার সেলিব্রেশন চলছে বলিউড জুড়ে। সেই উপলক্ষেই করিনাকে এক বাক্স চটোলেট উপহার হিসেবে পাঠিয়েছেন মালাইকা। ইনস্টাগ্রাম স্টোরিতে মালাইকার জন্য করিনা লিখলেন, ‘থ্যাঙ্ক উই মাই লভ…’।

food

করিনার ইনস্টাগ্রাম পোস্ট।

এই গ্যাংয়ের মধ্যে মালাইকার সঙ্গেই করিনার বন্ধুত্ব বেশি। শোনা যায়, অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পর মালাইকা প্রথম সাপোর্ট পেয়েছিলেন করিনার থেকেই। তাঁরা এক কথায় পার্টনার ইন ক্রাইম।

চলতি বছরেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা। এখনও তার ছবি প্রকাশ করেননি। কিন্তু সন্তান জন্মানোর এক মাস পর থেকেই নিজেকে মেনটেন করতে শুরু করেছেন নায়িকা। একদিকে জিম এবং ডায়েটের মাধ্যমে যেমন টোনড ফিগার ফিরিয়ে আনছেন, তেমনই খুব তাড়াতাড়ি তিনি ফ্লোরে ফিরবেন বলে খবর।

আরও পড়ুন, প্রিয়জনদের রিপোর্ট নিয়ে চিন্তায় করোনা আক্রান্ত রূপালী

করিনাকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল প্রয়াত ইরফান খানের সঙ্গে ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে। আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’র কাজও শেষ করেছেন তিনি। এখনও পর্যন্ত নতুন কোনও ছবির ঘোষণা করেননি করিনা।