‘একজন মাকে কোনওদিন…’, মাতৃদিবসে কোন বিশেষ বার্তা দিলেন করিনা?

এদিন আরও অনেক বলিউড তারকাই তাঁদের মায়েদের সঙ্গে ছবি শেয়ার করেছেন। আবেগঘন পোস্ট শেয়ার করে মাতৃ দিবস উদযাপন করেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে মা-সন্তানদের বিশেষ মুহূর্তগুলো যেন প্রতিবারের মতোই এদিন সকলের নজর কাড়ছে।

একজন মাকে কোনওদিন..., মাতৃদিবসে কোন বিশেষ বার্তা দিলেন করিনা?

| Edited By: জয়িতা চন্দ্র

May 11, 2025 | 6:01 PM

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাতৃ দিবস। এই বিশেষ দিনে বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন পোস্ট করে সকল মায়েদের প্রতি জানালেন শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা। তাঁর পোস্টে স্পষ্ট ফুটে উঠেছে একজন মায়ের নিঃস্বার্থ ত্যাগ, সাহস এবং অসীম শক্তির কথা।

করিনা নিজে দুই সন্তানের মা। এই বিশেষ দিনে তিনি লেখেন, “একজন মাকে কোনওদিন বিচার করবেন না। তিনি এমন যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখেন যা অন্যদের ভেঙে দিতে পারে। তিনি এমন নিদ্রাহীন রাত পার করতে পারেন যা মানসিকভাবে বিপর্যস্ত করে দিতে পারে। এটাই একজন মায়ের শক্তি।”

অন্যদিকে, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুরও মাতৃ দিবসে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিশেষ মুহূর্ত শেয়ার করেন। তিনি পোস্টে শেয়ার করেন আলিয়া-রণবীরের বিয়ের সময় তোলা, আলিয়া ভাট ও ঋদ্ধিমা কাপুরের একটি ছবি। ক্যাপশনে তিনি লেখেন, “শুভ মাতৃ দিবস, আমার ভালবাসা।”

এদিন আরও অনেক বলিউড তারকাই তাঁদের মায়েদের সঙ্গে ছবি শেয়ার করেছেন। আবেগঘন পোস্ট শেয়ার করে মাতৃ দিবস উদযাপন করেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে মা-সন্তানদের বিশেষ মুহূর্তগুলো যেন প্রতিবারের মতোই এদিন সকলের নজর কাড়ছে। মাতৃত্ব শুধু একটি সম্পর্ক নয়— এ এক গভীর আত্মিক বন্ধন।