আসছে নতুন অতিথি, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন করিনা

Dec 14, 2020 | 5:09 PM

নতুন অতিথির অপেক্ষায় দিন গুণছে পরিবার।

আসছে নতুন অতিথি, বেবি বাম্পের ছবি শেয়ার করলেন করিনা
আগামী বছরের গোড়াতেই নতুন অতিথি আসছে পতৌদি পরিবারে।

Follow Us

তৈমুর জন্মাবার সময়েও বেবিবাম্প নিয়ে পাপারাৎজির সামনে এসেছিলেন করিনা কপূর। করেছিলেন র‍্যাম্প ওয়াক। এ বারেও বদলানো না দৃশ্য। আগামী বছরের গোড়াতেই নতুন অতিথি আসছে পতৌদি পরিবারে। করিনাও শেয়ার করলেন তাঁর বেবিবাম্পের ছবি। বেবি পিঙ্ক স্পোর্টস ওয়ারে আনন্দের মুহূর্ত ভাগ করে নিলেন অনুরাগীদের সামনে। ক্যাপশনেও মা হওয়ার আনন্দের ছোঁয়া। করিনা লিখেছেন, “পুমা ইন্ডিয়ার সেটে আমরা দু’জন”।

করিনার ওই পোস্টে উপচে পড়ছে ভক্তদের আনন্দ। একজন লিখেছেন, “বেবি বেবোকে দেখার অপেক্ষায়”। আর একজনের বক্তব্য, “তুমি সবসময়েই গরজাস।” করিনা বন্ধু মাসাবাও উচ্ছ্বসিত। তিনি কমেন্ট করেছেন, ‘ফ্যাব’। কিছু দিন আগেই স্বামী সইফ আলি খানের সঙ্গে ছেলে তৈমুরকে নিয়ে পালামপুরে গিয়েছিলেন করিনা। সপরিবারের ছুটি কাটিয়ে কিছু দিন আগেই বাড়ি ফিরেছেন তাঁরা।

সন্তানের নাম কি কিছু ঠিক করেছেন তাঁরা? নেহা ধুপিয়ার এক সাক্ষাৎকারে করিনা জানান, “তৈমুরের নাম নিয়ে এত আলোচনা হওয়ার পর এখনও পর্যন্ত এ সব নিয়ে কিছুই ভাবিনি আমরা। একেবারে শেষ মুহূর্তের জন্য ছেড়ে দিয়েছি।” প্রসঙ্গত করিনার প্রথম সন্তান জন্মাবার পর তার নাম তৈমুর রাখায় ক্ষুব্ধ হয়েছিল আমজনতার একাংশ। তাঁদের যুক্তি ছিল, তৈমুর ছিলেন স্বৈরাচারী শাসক। যিনি ভারতে সাম্রাজ্য বিস্তারের জন্য প্রভূত লুটপাট চালিয়েছিলেন। তাঁর নামেই কেন সন্তানের নাম রাখলেন সইফ-করিনা? প্রশ্ন ছিল তাঁদের।

এ বারে আর কোনও আলোচনা-গুঞ্জনকে পাত্তা দিতে নারাজ সেলেব জুটি। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছে পরিবার।

Next Article