কলেজের বেতন দিতে পারছে না করিশ্মার দুই সন্তান, আদালতে প্রসঙ্গ উঠতেই…

সঞ্জয়ের প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরের দুই সন্তান — সামাইরা ও কিয়ান — দিল্লি উচ্চ আদালতে একটি আবেদন পত্র জমা করেছে। তাঁদের দাবি করেছেন যে, তাঁদের পিতার শেষ উইলটি নাকি ভুয়ো ও বিভ্রান্তিকর। ওই উইল অনুযায়ী সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুর সম্পত্তির প্রধান অধিকারী বলে উল্লেখ থাকায় সন্দেহের জায়গা তৈরি হয়েছে বলে অভিযোগ।

কলেজের বেতন দিতে পারছে না করিশ্মার দুই সন্তান, আদালতে প্রসঙ্গ উঠতেই...

| Edited By: Bhaswati Ghosh

Nov 17, 2025 | 7:30 AM

করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের প্রয়াণের পর থেকেই তাঁর বিশাল সম্পত্তি নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। তাঁর প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরের দুই সন্তান — সামাইরা ও কিয়ান — দিল্লি উচ্চ আদালতে একটি আবেদন পত্র জমা করেছে। তাঁদের দাবি করেছেন যে, তাঁদের পিতার শেষ উইলটি নাকি ভুয়ো ও বিভ্রান্তিকর। ওই উইল অনুযায়ী সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুর সম্পত্তির প্রধান অধিকারী বলে উল্লেখ থাকায় সন্দেহের জায়গা তৈরি হয়েছে বলে অভিযোগ। বিষয়টা এখানেই শেষ নয়, বিচারক রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন, যখন করিশ্মার সন্তান বলে বসেন, কলেজের মাইনে ২ মাস জমা দিতে পারেননি এই আর্থিক টানাপোড়েনের জন্যে। শোনা মাত্রই বিচারক স্পষ্ট বলেন, “এই বিষয়ের ওপর আমি ৩০ সেকেন্ড সময় ব্যয় করতে রাজি নই। এখানে কোনও মেলোড্রামা চাইছি না।”

আইনজীবীদের মারফত করিশ্মা কাপুরের সন্তানরা আদালতে জানান, তাঁরা যে উইলের কথা বলছেন, তাতে নাম, ঠিকানা ও সম্পত্তির বিবরণ সঠিক নয়। তাঁদের দাবি, এমন গুরুত্বপূর্ণ নথিতে একাধিক অসঙ্গতি থাকার মানে সেটির সত্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে। সেই কারণেই তাঁরা আদালতের হস্তক্ষেপ চাইছেন এবং সম্পত্তি বণ্টনের বিষয়ে স্বচ্ছ তদন্তের দাবি করেছেন।

অন্যদিকে, প্রিয়া কাপুর আদালতে জানান যে মামলাকারীরা ইতোমধ্যে পারিবারিক ট্রাস্টের মাধ্যমে উল্লেখ্য সম্পত্তি পেয়েছেন। তাঁর দাবি, সঞ্জয় কাপুরের বৈধ উইল অনুযায়ী তিনি সম্পত্তির অধিকারী এবং অভিযোগকারীদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। আদালত তাঁকে সঞ্জয়ের মৃত্যুর দিন পর্যন্ত তাঁর কাছে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিস্তারিত তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।