করোনা আক্রান্ত কার্তিক আরিয়ান, শনিবারই কিয়ারার সঙ্গে র্যাম্পে হেঁটেছিলেন অভিনেতা
প্রসঙ্গত, দু'দিন আগেই ল্যাকমে ফ্যাশন উইকে অভিনেত্রী কিয়ারা আডবাণির সঙ্গে স্টেজ শেয়ার করেছিলেন অভিনেতা। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার পোশাকে দু'জনকেই হাঁটতে দেখা গিয়েছিল সেখানে।
বলিউডে ফের করোনার হানা। এ বার আক্রান্ত হলেন অভিনেতা কার্তিক আরিয়ান। ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানিয়েছেন অভিনেতা। সোমবার ইনস্টা পোস্টে পজেটিভ সাইনসহ একটি ছবি পোস্ট করে কার্তিক লেখেন, “পজেটিভ হয়ে গিয়েছি। আশীর্বাদ করো।”।
প্রসঙ্গত, দু’দিন আগেই ল্যাকমে ফ্যাশন উইকে অভিনেত্রী কিয়ারা আডবাণির সঙ্গে স্টেজ শেয়ার করেছিলেন অভিনেতা। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার পোশাকে দু’জনকেই হাঁটতে দেখা গিয়েছিল সেখানে। কার্তিকের করোনা পজেটিভ হওয়ার খবরে প্রশ্ন উঠছে তবে কি আইসোলেশন যাচ্ছেন কিয়ারাও? প্রায় নয় মাস গৃহবন্দী থাকার পর গত বছর ডিসেম্বর থেকে কজ শুরু করেছিলেন কার্তিক। প্রথমে ‘ধামাকা; ছবির শুট শেষ করেই নেমে পড়েছিলেন ‘ভুল ভুলাইয়া ২’-র শুটে। সেই ছবির শুট এখনও চলছে। কিন্ত কার্তিকের করোনা পজেটিভ হওয়ার খবরে তা আপাতত স্থগিত রাখা হবে বলেই খবর।
View this post on Instagram
অন্যদিকে এ দিনই বর্ষীয়ান অভিনেতা সতীশ কৌশিককেও করোনার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৭ মার্চ করোনা পজেটিভ আসে তাঁর। সতীশের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, দু’দিন বাড়িতে থেকে চিকিৎসা করালেও যেহেতু তাঁর কো-মরবিডিটি রয়েছে তাই আজ হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত।
View this post on Instagram
সারা দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে বেশ কিছু জায়গায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। রেহাই পাচ্ছেন না সেলেব থেকে সাধারণ।