কার্তিক আরিয়ানের মধ্যে সেঁধিয়ে আছে একটা রোমিও-ভাব। তাঁর মিষ্টি রোম্যান্টিকতায় ভিজেছে দর্শকের মন। ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘পতি পত্নী অর ও’ এইসব একের পর এক ছবিতে তাঁর দুষ্টু-মিষ্টি রোম্যান্টিসিজমে বুঁদ হয়েছে দর্শক-মন। কার্তিকের এই ‘রোমিও’ ইমেজকে আরও উস্কে দিতে এক মহাকাব্যিক প্রেমে প্রেমিকের চরিত্রে তাঁকে নিয়ে ভাবছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।
ঘনিষ্ঠ সুত্র জানিয়েছেন ইতিমধ্যে প্রযোজকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কার্তিক। ছবি পরিচালনা করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সমীর বিধওয়ান। এই ছবির হাত ধরেই পরিচালক বলিউডে পা রাখতে চলেছেন। ২০১৯-এ সাজিদ এবং পরিচালক দুজনেই একসঙ্গে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। সাজিদ পেয়েছিলেন তাঁর ‘চিঁচোরে’-র জন্য। পরিচালক পেয়েছিলেন তাঁর ‘আনন্দী গোপাল’ছবির জন্য। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন স্ক্রিপ্ট পছন্দ হয়েছে কার্তিকের। এক মহাকাব্যিক প্রেমগাথা। এমন চরিত্রে আগে দেখা যায়নি কার্তিককে। খুব চুপিসারে চলছে প্রি-প্রোডাকশানের কাজ। ছবির নাম এবং বাকি কাস্টিং এখনও ঠিক হয়নি। করোনা পরিস্থিতি একটু ঠিক হলেই তাঁরা এই ছবির কথা ঘোষণা করবেন।
আরও পড়ুন:‘গুপ্তধন’ খুঁজে পেলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন!
কিছুদিন আগেই ‘দোস্তানা ২’ থেকে বাদ পড়েছেন কার্তিক আরিয়ান। ধর্মা প্রোডাকশন ফলাও করে সোশ্যাল মিডিয়ায় সেই কথা তাঁরা জানিয়েও দিয়েছিলেন। এই মুহূর্তে ‘ভুলভুয়াইয়া ২’-এর শুটিং নিয়ে তিনি ব্যস্ত। সদ্যই শেষ করেছেন ‘ধামাকা’-র কাজ। করোনাকালে আক্রান্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কার্তিক।