পরিচালক সঞ্জয় লীলা বনসালী এই প্রথম ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন। ভারত–পাকিস্তান বিভাজনের সময় যৌনকর্মীদের জীবনী নিয়ে বনসালী বানাচ্ছেন ওয়েব সিরিজ “হীরা মাণ্ডি”। ওয়েব সিরিজ হলেও বনসালীর ‘লার্জার দ্যান লাইফ’ সিগনেচর “ হীরা মাণ্ডি”–তেও থাকছে। এই ওয়েব সিরিজ হতে চলেছে বিগ বাজেটের ম্যাগনাম ওপাস।
প্রথমে পরিচালক “হীরা মাণ্ডি” বড় পর্দার জন্যই বানাবেন ভেবেছিলেন। লিড রোলে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু পরে পরিচালক ঠিক করেন “হীরা মাণ্ডি” নিয়ে ওয়েব সিরিজই বানাবেন। এই ছবি মূলত নারী–কেন্দ্রিক। শোনা যাচ্ছে সোনাক্ষি সিনহা এবং হুমা কুরেশি প্রধান চরিত্রে অভিনয় করবেন। বিদ্যা বালনের সঙ্গেও কথা হচ্ছে। তবে এই ছবি নারী–কেন্দ্রিক হলেও অনেক পুরুষ চরিত্রও আছে।
শোনা যাচ্ছে বনসালী বেশ কয়েক জন অভিনেতার সঙ্গে কথা বলেছেন। সূত্রের খবর অনুযায়ী অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ান মূল চরিত্রে অভিনয় করতে পারেন। কার্তিক এবং বনসালী বেশ কয়েকবার নিজেদের মধ্যে মিটিংও করেছেন। বনসালীর অফিসে অনেক বার ঢুকতে দেখা গিয়েছে কার্তিককে। এর আগে ‘গাঙ্গুবাঈ’–তে অভিনয়ের জন্য কার্তিককে বলেছিলেন বনসালী। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে কার্তিক ‘গাঙ্গুবাঈ’ করতে পারেননি। কিন্তু “হীরা মাণ্ডি”–তে সেই সুযোগ আর হারাতে চান না কার্তিক। তবে কেমন চরিত্রে তিনি অভিনয় করছেন তা অবশ্য এখনও জানা যায়নি। কার্তিক ছাড়াও আর কোন অভিনেতা অভিনয় করছেন সেই নিয়েও মুখে কুলুপ এঁটেছে পরিচালক।
আরও পড়ুন :১৯ বছর পর বনসালীর ‘হিরা মাণ্ডি’, সুরে ভাসাবেন ইসমাইল দরবার
ফিল্মের প্রি–প্রোডাকশন সবে শুরু হয়েছে।শোনা যাচ্ছে সিরিজের প্রথম দুটি এবং শেষ এপিসোড পরিচালনা করবেন সঞ্জয় লীল বনসালী। বাকি এপিসোড পরিচালনা করবেব বিভু পুরী। সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে ছবির শুটিং শুরু হবে।