ছেলে কার্তিক আরিয়ানের জন্য মা ভীষণ চিন্তিত, কিন্তু কেন?

আপনি কী জানেন সলমন-শাহরুখের লিগে ঢুকে পড়েছেন কার্তিক। এ ছবিতে প্রফিট শেয়ারিং চুক্তিতে সাক্ষর দিয়েছেন কার্তিক। তার মানে ছবি লভ্যাংশের উপর ঠিক হবে কার্তিকের পারিশ্রমিক

ছেলে কার্তিক আরিয়ানের জন্য মা ভীষণ চিন্তিত, কিন্তু কেন?
কার্তিক এবং তাঁর মা
Follow Us:
| Updated on: Dec 13, 2020 | 10:42 AM

২২ নভেম্বর, নিজের জন্মদিনে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) তাঁর পরের ছবির ঘোষণা করেছিলেন। সেদিনই ‘ধামাকা’র ফার্স্ট লুক প্রকাশও করেছিলেন তিনি।

ইনটেন্স চাহনি। ফর্মাল পোশাক। চোখে চশমা। পোস্টার দেখে দর্শকের মনে হয় এ কী কার্তিক নাকি ‘মানি হাইস্ট’-এর প্রফেসার রিটার্ন করলেন? গতকাল কার্তিক তাঁর ইনস্টা হ্যান্ডেলে জানালেন যে ছবির শুটিং শুরু করেছেন কার্তিক। ছবিও পোস্ট করেন কার্তিক। এবং সে ছবিতে দেখা যাচ্ছে কার্তিক আরিয়ানের মা মালা তিওয়ারিকেও।? কার্তিকের পোস্ট করা ছবির ক্যাপশানে কার্তিক লিখেছেন, ‘#ধামাকা, প্রভুর নাম করে শুরু হল, ডানদিকে সোয়াইপ করে দেখুন আমার চিন্তিত মা-কে।’

এবং তা-ই সত্যি। মাস্ক পরিহিতা মায়ের চোখই বলে দিচ্ছে ভীষণ চিন্তায় রয়েছেন তিনি। কিন্তু কেন? কী নিয়ে চিন্তায় ডুবে কার্তিকের মা। প্যান্ডেমিকে ছেলে কার্তিক শুটিংয়ে বেরবে। এবং যা পরিস্থিতি তা-ই নিয়েই চিন্তা করছেন মা। মায়ের মন বলে কথা, চিন্তা তো হবেই।

পোস্ট করা আরেক ছবিতে লম্বা চুল, সাদা টি-শার্ট, মুখে হাসি নিয়ে প্রণাম করছেন কার্তিক। পিছনে আউট অফ ফোকাসে দেখা যাচ্ছে ঠাকুর ঘর। ‘ধামাকা’ ছবির পরিচালক রাম মাধাবনী। আপনি কী জানেন সলমন-শাহরুখের লিগে ঢুকে পড়েছেন কার্তিক। এ ছবিতে প্রফিট শেয়ারিং চুক্তিতে সই করেছেন কার্তিক। তার মানে ছবি লভ্যাংশের উপর ঠিক হবে কার্তিকের পারিশ্রমিক। ছবিতে কার্তিক একজন সাংবাদিক যিনি মুম্বইতে সন্ত্রাসবাদী হামলার কভার করছেন। কার্তিকের অভিনীত বেশিরভাগ চরিত্রে রয়েছে একজন ‘লাভার বয়’। আশা করা যায় ‘ধামাকা’য় কার্তিককে এক অন্য ধরণের চরিত্রে দেখা যাবে।