AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যা চেয়েছিলেন, ঠিক তাই হল! ছেলের মা হতেই ভাইরাল ক্যাটরিনার মন্তব্য

শুক্রবার তাঁর ঘর আলো করে এল পুত্র সন্তান। ভিকি কৌশলের পরিবারে স্বভাবতই খুশি হাওয়া। কিন্তু জানেন কি বহু বছর আগেই এমনটা স্বপ্ন দেখেছিলেন ক্যাটরিনা। আর শুধু স্বপ্নই নয়, রীতিমতো নিজের ভবিষ্যতকে ঠিক এভাবেই দেখেছিলেন তিনি। আর যা চেয়েছিলেন, ঠিক তেমনটিই ঘটল ক্যাটরিনার সঙ্গে।

যা চেয়েছিলেন, ঠিক তাই হল! ছেলের মা হতেই ভাইরাল ক্যাটরিনার মন্তব্য
| Updated on: Nov 08, 2025 | 5:10 PM
Share

৪২ বছর বয়সে মা হলেন বলিউডের স্বপ্ন সুন্দরী ক্যাটরিনা কইফ। শুক্রবার তাঁর ঘর আলো করে এল পুত্র সন্তান। ভিকি কৌশলের পরিবারে স্বভাবতই খুশি হাওয়া। কিন্তু জানেন কি বহু বছর আগেই এমনটা স্বপ্ন দেখেছিলেন ক্যাটরিনা। আর শুধু স্বপ্নই নয়, রীতিমতো নিজের ভবিষ্যতকে ঠিক এভাবেই দেখেছিলেন তিনি। আর যা চেয়েছিলেন, ঠিক তেমনটিই ঘটল ক্যাটরিনার সঙ্গে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কিছু বছর আগে করণ জোহরের কফি উইথ করণ টক শোয়ে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। তখন সবে রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙেছে। ভিকির সঙ্গে তখনও আলাপ হয়নি। সেই সময়ই করণের প্রশ্নে জীবন সঙ্গী, সম্পর্ক নিয়ে বলতে গিয়ে ক্য়াটরিনা জানান, তাঁর মনের কথা।

কী বলেছিলেন ক্যাটরিনা?

ক্য়াটরিনা বলেন, ”কেরিয়ার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে তাঁর থেকেও গুরুত্বপূর্ণ হল জীবন। এই জীবনটাকে বাঁচতে চাই। একটা ছোট্ট সংসার হবে। স্বামী হবে, ছেলেমেয়ে হবে। আর আমি ধীরে ধীরে তাঁদের বড় হতে দেখব। ব্যস এভাবেই ভবিষ্যতটা দেখি।”

এর সঙ্গেই ক্যাটরিনা বলেছিলেন, ”আমি চাই আমার একটা ছেলে ও একটা মেয়ে হোক।” করণ জোহরের শোয়ে সেদিন ক্যাটরিনার কথা যেন শুনে ফেলেছিলেন ঈশ্বর। আর তাই তো ভিকির সঙ্গে প্রেম, বিয়ে এবং সদ্য মা হওয়া, যেন একে একে ক্য়াটরিনার স্বপ্নপূরণ হতে শুরু করল। নেটিজেনরা বলছে, ছেলের পর মেয়ে হলেই ক্য়াটরিনার ১০০ শতাংশ সাধপূরণ।