ক্যাট-ভিকির সুখের সংসারে হঠাৎই জোর অশান্তি? দায়ী আমির খান!
দু'দিন আগেই আমির খানের মেয়ের বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। পরেছিলেন বেজ রঙা এক লেহেঙ্গা। কিন্তু তাঁর সঙ্গে দেখা যায়নি ভিকি কৌশলকে। এখানেই শেষ নয়, ওইদিনই আবার ছিল লোহরি অনুষ্ঠান।

এমনি তাঁদের জুটির প্রশংসায় পঞ্চমুখ সকলেই। সেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের মধ্যে কি সম্পর্কের অবনতি ঘটেছে? কেন রটেছে এমনটা? কী কারণে ফিসফাস? বিয়ের পর থেকে যা কোনওদিন করেননি ক্যাটরিনা, সেই কাজ করতেই শুরু হয়েছে আলোচনা। অনেকে আবার অশান্তির কথা আন্দাজ করে দায়ী করেছেন আমির খানকে। কিন্তু কেন?
দু’দিন আগেই আমির খানের মেয়ের বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। পরেছিলেন বেজ রঙা এক লেহেঙ্গা। কিন্তু তাঁর সঙ্গে দেখা যায়নি ভিকি কৌশলকে। এখানেই শেষ নয়, ওইদিনই আবার ছিল লোহরি অনুষ্ঠান। এটি একটি শীতকালীন উৎসব। ভারতীয় উপমহাদেশের উত্তর অঞ্চলের হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা লোহরিকে শীতের শেষ বলে মেনে থাকেন। আগুন জেলে, নৃত্য-গীতের মধ্যে দিয়ে পালিত হয়ে এই উৎসব। বিশেষত পঞ্জাবিদের মধ্যে এই অনুষ্ঠান পালনের চল রয়েছে। ক্যাটরিনা পঞ্জাবি পরিবারের বউমা। বিয়ের পর থেকেই এই অনুষ্ঠান পালন করে আসছেন তিনি। গত বছরেই লোহরি পালনের পর ছবি শেয়ার করেছিলেন ভিকির সঙ্গে। তবে এবার তা তিনি করেননি। সোজা চলে এসেছেন আমিরের মেয়ে আইরার বিয়েতে। করলেও ছবি শেয়ার করেননি। আর তাতেই আমিরকেই দায়ী করেছেন অনেকে। অনেকেই আবার ক্যাটরিনাকে দুষেছেন।
যদিও জানিয়ে রাখা যাক, তাঁদের মধ্যে কিছুই হয়নি। সব ভালই আছে। এই তো কিছু দিন আগেই মুক্তি পেল ক্যাটরিনার ছবি ‘মেরি ক্রিস্টমাস’। ওই ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ভিকি। স্ত্রীর অভিনয়ের প্রশংসায় তিনি ছিলেন পঞ্চমুখ।





