৪২-এ মা হলেন ক্যাটরিনা, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন ভিকি

অনুরাগীরা খবর পেয়ে যেমন খুশি হয়েছিলেন, তেমনই আবার উদ্বেগও প্রকাশ করেছিলেন তাঁর বয়সকে কেন্দ্র করে। যদিও ৪২ বছর বয়সে মা হয়ে ক্যাটরিনা আবারও প্রমাণ করলেন—মাতৃত্বের ইচ্ছাশক্তির কাছে বয়স কোনও বাধা নয়। দুজনেই সুস্থ রয়েছেন। কথা ছিল অক্টোবরেই সন্তান জন্ম নেবে। ফলে গত কয়েকদিন ধরেই পলক গুনছিলেন অনুরাগীরা।

৪২-এ মা হলেন ক্যাটরিনা, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন ভিকি

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 07, 2025 | 11:54 AM

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের পরিবারে এখন খুশির হাওয়া। শুক্রবার, ৭ নভেম্বর দম্পতির কোল আলো করে এল তাঁদের প্রথম সন্তান। দুই তারকাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, “আমাদের জীবনে হাজির সবচেয়ে আনন্দের নতুন অধ্যায়। অফুরন্ত ভালবাসা ও কৃতজ্ঞতা সহকারে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি।”

গত কয়েক মাস ধরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বি-টাউনে ছিল জোর জল্পনা। সেপ্টেম্বর মাসে ক্যাটরিনা ও ভিকি যৌথভাবে এক ছবি শেয়ার করে সুখবর জানিয়েছিলেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় সূচনার পথে আমরা।” সেই পোস্ট থেকেই ভক্তদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। পরে ক্যাটরিনার একাধিক ছবি ভাইরাল হয়, যেখানে নজরে আসে তাঁর বেবি বাম্প।

অনুরাগীরা খবর পেয়ে যেমন খুশি হয়েছিলেন, তেমনই আবার উদ্বেগও প্রকাশ করেছিলেন তাঁর বয়সকে কেন্দ্র করে। যদিও ৪২ বছর বয়সে মা হয়ে ক্যাটরিনা আবারও প্রমাণ করলেন—মাতৃত্বের ইচ্ছাশক্তির কাছে বয়স কোনও বাধা নয়।

দুজনেই সুস্থ রয়েছেন। কথা ছিল অক্টোবরেই সন্তান জন্ম নেবে। ফলে গত কয়েকদিন ধরেই পলক গুনছিলেন অনুরাগীরা। আর শুক্রবার সকালেই সুখবর দিলেন তারকা জুটি। আর তা নজরে আসতেই শুভেচ্ছা জানাচ্ছেন তারকা থেকে অনুরাগীরা।

গত কয়েকদিন আগেই ক্যাটরিনার বেবিবাম্পের ছবি ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায়। সেখানে দেখা গিয়েছিল বাড়ির বারান্দায়, গোলাপি রঙের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনা। হাতে তাঁর কফির কাপ। পাপারাজ্জিরা ক্যাটরিনার বাড়ির বিপরীত থেকে জুম লেন্সের সাহায্যে ছবিটি তুলেছিলেন। আর তা নিয়েই শুরু হয়েছিল শোরগোল। এই জুটি বরাবরই ব্যক্তিজীবন লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন। তাই সন্তানের মুখ যে এখনই প্রকাশ্যে আসবে না, তা এক কথায় স্পষ্ট।