ভালবাসায় ভরপুর, কাকে জাপটে ধরে আদর কৌশাম্বীর?
Kaushambi Chakraborty: প্রসঙ্গত, মিঠাই’ শেষ হওয়ার পর ‘ফুলকি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তাঁর প্রেমের চর্চা ওদিকে চলে যাচ্ছে অনবরত। স্বীকার না করেও আদৃত রায়ের সঙ্গে প্রেম নিয়ে অস্ফুটে অনেক কিছুই বলে দিয়েছেন অভিনেত্রী। তিনি ও আদৃতের সম্পর্ক এখন ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’।

বছরভর আলোচনায় থাকেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। কাজের থেকেও বেশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই হয় চর্চা। এ হেন কৌশাম্বী করেছেন এক মিষ্টি পোস্ট। সব সমালোচনার ঊর্ধ্বে উঠে এখন এই পোস্টেই ভালবাসা জাহির করছেন ভক্তরা। কী এমন পোস্ট করেছেন কৌশাম্বী? পোষ্য চিনির সঙ্গে বেশ কতগুলি ছবি দিয়েছেন তিনি। জাপটে ধরে করেছেন আদরও।
প্রসঙ্গত, মিঠাই’ শেষ হওয়ার পর ‘ফুলকি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তাঁর প্রেমের চর্চা ওদিকে চলে যাচ্ছে অনবরত। স্বীকার না করেও আদৃত রায়ের সঙ্গে প্রেম নিয়ে অস্ফুটে অনেক কিছুই বলে দিয়েছেন অভিনেত্রী। তিনি ও আদৃতের সম্পর্ক এখন ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। যদিও প্রেম নিয়ে বরাবরই চুপই থেকেছেন আদৃত। শোনা যাচ্ছে কিছু মাসের মধ্যেই বিয়ে করবেন তাঁরা। এখন নাকি চলছে জমিয়ে প্রস্তুতি।
এর আগে প্রেম নিয়ে কৌশাম্বী চুপ থাকলেও টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন আদৃত। বলেছিলেন, “আজ পর্যন্ত আমি আমার কোনও সাক্ষাৎকারে বলিনি যে আমি প্রেম করছি। তারা নিজেদের ইচ্ছায় লিখেছে যা লেখার। আমি কখনও বলিনি আমি বিয়ে করছি। নিজেদের ইচ্ছায় আমাকে বিয়ে দিচ্ছিল। আমি কখনও বলিনি আমার বিয়ে ভেঙেছে। তারাই আমার বিয়ে ভেঙে দিয়েছে। আমি এই বিষয়গুলো নিয়ে আগ্রহীই নই। যার যেমন ইচ্ছে, লিখতেই পারে। আমার একটাই জিনিস খারাপ লাগে, একজায়গায় লিখেছে আদৃতের ব্যক্তিগত জীবন ভেঙে চুরমার। যা দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমি সম্পূর্ণ ভাল আছি।” এরই কিছু সময় পর কৌশাম্বীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন রটে। যা এখন আর গুঞ্জন নেই, সে প্রমাণ তো কবেই পেয়েছে তাঁদের অনুরাগীরা।





